প্রেমিকের ভাইয়ের হাতে খুন দলিত যুবক, গ্রেফতার ১০

- আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: ভিন জাতের মেয়েকে ভালোবাসতো দেবরাকোন্ডা হরিশ। দলিত হয়ে ভিন জাতের মেয়ের সঙ্গে সংসার বাঁধার ‘দুঃসাহস’ দেখিয়েছিল ২৮ বছরের হরিশ। এই ‘দুঃসাহসের অপরাধে’ ১ মার্চের রাতে প্রেমিকা মনীষা (২৫)-র দাদার হাতে খুন হতে হয় হরিশকে। এই নৃশংস হত্যার দায়ে দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে মনীষার দাদা দীনদয়াল (৩০) ও তাঁর বন্ধুরা।
সুররামের বাসিন্দা, হরিশ পেশায় ডিজে সাউন্ড সিস্টেম অপারেটর ছিলেন। আর মনীষার বাড়ি জিয়াগুদা এলাকায়। তারা দু’জন একে অপরকে পছ¨ করতেন এবং ফোনে যোগাযোগ রাখতেন। মনীষার পরিবারের সদস্যরা এই সম্পর্ক ভালো চোখে দেখেন নি। তারপরও তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ে করে একসঙ্গে থাকবেন বলে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান এবং পেটবাশেরাবাদে ঘর ভাড়া নেন।
মনীষার দাদা তাঁদের খোঁজ পেয়ে নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে একটি মন্দিরের কাছে হরিশকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। আর মনীষাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে মনীষার দাদা ও তাঁর বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ।