১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

মাসুদ আলি
  • আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্ক : পুলিৎজার  বিজয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে তালিবান নেতৃত্বের বিরুদ্ধে মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অভিযোগ দায়ের করলেন তাঁর বাবা অধ্যাপক আখতার সিদ্দিকি ও মা শাহিদা আখতার। তাঁদের আশা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে আন্তর্জাতিক আদালত। দানিশের বাবা অধ্যাপক আখতার সিদ্দিকি ও মা শাহিদা সিদ্দিকি আইসিসি প্রসিকিউটারের সহায়তায় এই মামলা দায়ের করেছেন।

২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানের স্পিন বোলডাক অঞ্চলে যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ হারান দানিশ। সাংবাদিক বৈঠকে দানিশের পরিবারের তরফের আইনজীবী অভি সিংহ ও দানিশের ভাই ওমর সিদ্দিকি জানিয়েছেন, দানিশকে অত্যাচার করে খুন করা হয়েছে। একাধিক সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন, যুদ্ধক্ষেত্রে একটি গোলার আঘাতে দানিশ আহত হয়েছিলেন।

তালিবান বারবার বলেছে তারা দানিশকে খুন করেনি। যদিও বহু মিডিয়া বিশেষ করে দেশের মিডিয়া বলেছে তালিবান দানিশকে খুন করেছে। ২০১৮ সালে রয়টার্সের যে ফটোগ্রাফার দল রোহিঙ্গা শরণার্থী সংকটের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ ছিলেন তাঁদের একজন। দেশে কোভিড সংকটের ওপর তোলা তার ছবিগুলো, বিশেষ করে খোলা জায়গায় চিতার ছবি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। দিল্লির দাঙ্গার সময় উন্মত্ত কট্টর হিন্দু জনতার হাতে এক মুসলিমের  আক্রান্ত হওয়ার ছবিও তুলেছিলেন তিনি – যা বিশ্বব্যাপী প্রচারিত হয়। তাঁর ক্যামেরা কথা বলত। লকডাউনকালে তাঁর তোলা পরিযায়ীদের যন্ত্রণা কেন্দ্রীয় শাসক দলকে খানিকটা বিড়ম্বনায় ফেলেছিল। প্রকৃত পক্ষে সমসাময়িক কালে তোলা দানিশের সব ছবিতেই কেন্দ্রীয় শাসক দল বিড়ম্বনায় পড়েছিল।

সিদ্দিকি পরিবারের আইনজীবী অভি সিংহ জানান, তালিবানের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সঙ্গে অভিযোগ করা হয়েছে স্পিন বোলডাক অঞ্চলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও। অভিযোগ করা হয়েছে তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার বিরুদ্ধে। তালিকায় রয়েছেন হাসান আখুন্দ, আবদুল গনি বরাদর, মহম্মদ ইয়াকুব মুজাহিদ, জবিউল্লাহ মুজাহিদ। তাঁদের বিরুদ্ধে মানবিকতার বিরোধীঅপরাধ, যুদ্ধাপরাধের আওতায় খুন, অত্যাচার, অপহরণ-সহ একাধিক ধারায় আনা হয়েছে অভিযোগ।

দেখে নিন দানিশের তোলা কিছু ছবি-

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

 

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : পুলিৎজার  বিজয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে তালিবান নেতৃত্বের বিরুদ্ধে মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অভিযোগ দায়ের করলেন তাঁর বাবা অধ্যাপক আখতার সিদ্দিকি ও মা শাহিদা আখতার। তাঁদের আশা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে আন্তর্জাতিক আদালত। দানিশের বাবা অধ্যাপক আখতার সিদ্দিকি ও মা শাহিদা সিদ্দিকি আইসিসি প্রসিকিউটারের সহায়তায় এই মামলা দায়ের করেছেন।

২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানের স্পিন বোলডাক অঞ্চলে যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ হারান দানিশ। সাংবাদিক বৈঠকে দানিশের পরিবারের তরফের আইনজীবী অভি সিংহ ও দানিশের ভাই ওমর সিদ্দিকি জানিয়েছেন, দানিশকে অত্যাচার করে খুন করা হয়েছে। একাধিক সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন, যুদ্ধক্ষেত্রে একটি গোলার আঘাতে দানিশ আহত হয়েছিলেন।

তালিবান বারবার বলেছে তারা দানিশকে খুন করেনি। যদিও বহু মিডিয়া বিশেষ করে দেশের মিডিয়া বলেছে তালিবান দানিশকে খুন করেছে। ২০১৮ সালে রয়টার্সের যে ফটোগ্রাফার দল রোহিঙ্গা শরণার্থী সংকটের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ ছিলেন তাঁদের একজন। দেশে কোভিড সংকটের ওপর তোলা তার ছবিগুলো, বিশেষ করে খোলা জায়গায় চিতার ছবি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। দিল্লির দাঙ্গার সময় উন্মত্ত কট্টর হিন্দু জনতার হাতে এক মুসলিমের  আক্রান্ত হওয়ার ছবিও তুলেছিলেন তিনি – যা বিশ্বব্যাপী প্রচারিত হয়। তাঁর ক্যামেরা কথা বলত। লকডাউনকালে তাঁর তোলা পরিযায়ীদের যন্ত্রণা কেন্দ্রীয় শাসক দলকে খানিকটা বিড়ম্বনায় ফেলেছিল। প্রকৃত পক্ষে সমসাময়িক কালে তোলা দানিশের সব ছবিতেই কেন্দ্রীয় শাসক দল বিড়ম্বনায় পড়েছিল।

সিদ্দিকি পরিবারের আইনজীবী অভি সিংহ জানান, তালিবানের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সঙ্গে অভিযোগ করা হয়েছে স্পিন বোলডাক অঞ্চলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও। অভিযোগ করা হয়েছে তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার বিরুদ্ধে। তালিকায় রয়েছেন হাসান আখুন্দ, আবদুল গনি বরাদর, মহম্মদ ইয়াকুব মুজাহিদ, জবিউল্লাহ মুজাহিদ। তাঁদের বিরুদ্ধে মানবিকতার বিরোধীঅপরাধ, যুদ্ধাপরাধের আওতায় খুন, অত্যাচার, অপহরণ-সহ একাধিক ধারায় আনা হয়েছে অভিযোগ।

দেখে নিন দানিশের তোলা কিছু ছবি-

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

 

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার

Danish Siddiqui : ছেলের হত্যার ন্যায় বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে দানিশের পরিবার