দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি নওশাদের

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
- / 5
আইভি আদক, হাওড়া: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবি তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনার তদন্তভার এনআইএ কে দেওয়া দরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত’। হাওড়ায় গিয়ে রাজ্যকে তোপ দেগে নওশাদ বলেন, ‘বোম নিয়ে রাজ্যে গবেষণা চলছে। বোমকে শিল্পে পরিণত করে দিয়েছে এই রাজ্য সরকার। অবিলম্বে এদের অ্যাওয়ার্ড দেওয়া দরকার’।
মঙ্গলবার সকালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাওড়ার বাঁকড়া নয়াবাজে। ওই শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সেখানে বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবস হওয়া দরকার। কিন্তু যে ডেটটা বলা হচ্ছে তা নিয়ে আমি সহমত নই। সকলের সঙ্গে আলোচনা করে এটা করা উচিত। বিল পাস করিয়ে নিয়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া অনুচিত কাজ বলে আমি মনে করি’।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা ভাবিনা। আমরা ভাবি দেশকে নিয়ে। ওই জোটের মধ্যে এমন কয়েকটা দল আছে যারা নিজ রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে। সিদ্দিকী আরও বলেন, তোলা পুলিশ একা নেয় না। তার একটা ভাগ পুলিশ মন্ত্রীদেরও দিয়েছে। কিন্তু কোপ পড়লো পুলিশের ঘাড়ে। এনআইএ তদন্ত হলে সত্য সামনে আসবে’।