পুবের কলম,ওয়েবডেস্ক: (Deadly explosion shakes Iran) ভয়াবহ বিস্ফোরণে ইরানে মৃত বেড়ে ৪০। গুরুতর আহত আরও ১২০০। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সংশ্লিষ্ট ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। যদিও ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শাহিদ রাজাইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন (Deadly explosion shakes Iran)। তিনি বলেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।তবে, ইরানের একজন সরকারের মুখপাত্র বলেছেন, রাসায়নিকগুলো সম্ভবত বিস্ফোরণের কারণ হলেও এটাকে মূল কারণ হিসেবে গণ্য করা যাবে না। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার এক বিবৃতিতে খামেনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ দেন। এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধের জন্য সকল কর্মকর্তাকে নিজেদের দায়িত্বশীল জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্ফোরণের ঘটনায় হরমুজগান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া সোমবার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার ।
saddam hussein birthday: ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের জন্মবার্ষিকী আজ
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহর সংলগ্ন দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাই-তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে (Deadly explosion shakes Iran)। বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা ও ছাদ উড়ে যায়, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কম্পন ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূর থেকেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের শহীদ রাজাই বন্দরে শনিবার বিস্ফোরণটি হয়। যা হরমুজ প্রণালির কাছে অবস্থিত।
এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। দম বন্ধ করা ধোঁয়া ও বায়ুদূষণ এলাকায় ছড়িয়ে পড়ায় রবিবার বন্দরের প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের সব স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে কর্তৃপক্ষ জরুরি সহায়তায় মনোযোগ দিতে পারে।