১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 2
দেবশ্রী মজুমদার, মাড়গ্রাম: বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মারগ্রাম থানার বিষ্ণুপুরের কালিদহ ব্রিজের কাছে। জানা গেছে, মৃতার নাম কুন্তী দলুই(40)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকায়। ওই আরোহী ভাইয়ের মোটর বাইকে করে এক আত্মীয়ের বাড়ি আসছিল খড়গ্রাম থানার সাবলদাহ থেকে।
অন্যদিকে, মুর্শিদাবাদ দিকে যাচ্ছিল বাসটি। বাইকের পিছনে বসে থাকা মহিলা পরে যান রাস্তার ওপর বালি পরে থাকার কারনে। বাসের পিছন চাকায় চাপা পড়ে মৃত্যু হয় আরোহীর।