ডেভিড মিলারের কন্যার মৃত্যু,ভুয়ো খবরে বিভ্রান্ত ক্রিকেট

- আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সম্পদ ডেভিড মিলার দ্বিতীয় টি-টোয়েন্টিতে গোয়াহাটিতে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কিন্তু জানতেন না তার জন্য এত তাড়াতাড়ি এত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করে আছে। রবিবার রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার আগেই মাথায় পাহাড় ভেঙে পড়েছে ডেভিড মিলারের। তার কন্যাসম খুদে ভক্তের মৃত্যু হয়েছে। ইনস্টাগ্রামে ছোট্ট মেয়ের ছবি পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল ছোট্ট মেয়েটি। প্রায় শেষ স্টেজে গিয়ে পৌঁছেছিল তার রোগ। ছোট্ট মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মিলার।
মুহূর্তে রটে যায় এটি নাকি ডেভিড মিলারের কন্যা।
ইনস্টাগ্রামে মেয়েটির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,’ আমার ছোট্ট কন্যা, তুই যে রকম হাসিখুশি ছিলিস, আমার কাছে তেমনই হাসি খুশি রূপেই থেকে যাবি। যে লড়াইটা তুই এতদিন করেছিস, তা আমরা কেউ ভুলবো না। যেখানেই থাকিস, সুখে থাকিস।’
বাস্তব ঘটনা হলো মেয়েটি ডেভিড মিলাদের খুব বড় ফ্যান। কন্যাসম সেই ভক্তের মৃত্যুতে শোকাহত ডেভিড মিলার। কিন্তু মুহূর্তের মধ্যে রটে যায় ডেভিড মিলারের নিজের কন্যার মৃত্যু হয়েছে। যদিও পরে জানা যায় এ খবর সত্য নয়। আসলে যে ছোট্ট মেয়েটির মৃত্যু হয়েছে সে ডেভিড মিলারের বড় ফ্যান। মিলার তাকে মেয়ের মতই ভালবাসতেন। বিসিসিআই থেকে আইসিসি কেউই প্রথমে খবরের সত্যতা ধরতে পারেনি। পরে বিষয়টি পরিষ্কার হয়। দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়। জানানো হয় যে ছোট্ট মেয়েটি মারা গিয়েছে সে ডেভিড মিলাদের অত্যন্ত স্নেহধন্য, কিন্তু তার নিজের মেয়ে নয়।