মসজিদে নববীর প্রাক্তন ইমামের ইন্তেকাল

- আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: মসজিদে নববীর প্রাক্তন ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। মাগরিবের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের পর্যবেক্ষনে ছিলেন।
শায়েখ কারি মুহাম্মদ খলিল এক সময় ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন।
শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আবদুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারিকে নিয়োগের অনুমোদন দেন। মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সউদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন।