পীর আল্লামা বদরুদ্দীন আযহারির ইন্তেকাল

- আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 2
নুরুল ইসলাম খান: ইন্তেকাল করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত পীর আল্লামা বদরুদ্দীন সাইদ আল আযহারি (ইন্না লিল্লাহি…। বুধবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি ফুরফুরা শরীফের অসংখ্য পীর সাহেব ছাড়াও অগণিত মুরিদ এবং ভক্ত তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুর ২টায় আযহারি সাহেবের নামাযে জানাজা সম্পন্ন হবে। ‘মিশরী’ হুজুর নামে তিনি পরিচিত ছিলেন। পাঁচলা দরবার শরীফ ছিল তাঁর স্থায়ী ঠিকানা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঁচলার স্থানীয় বিধায়ক গুলশান মল্লিক।
পীর সাহেব নিজ বাড়িতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর ঐতিহাসিক দেওবন্দ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করেন। এরপর আল্লামা আযহারি সাহেব মিশরের আল-আযহারি বিশ্ববিদ্যালয়ের স্কলার হিসাবে খ্যাতি অর্জন করেন। দেশের বাহিরে দীর্ঘদিন পড়ালেখা করে দেশে ফিরে ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে কাজে যোগদান করেন। পরে দাদা হুজুরের খলিফা পীর শাহ সুফি জনাব আল্লামা হযরত জামাল উদ্দিন সিদ্দিকীর হাতে বায়াত গ্রহণ করেন।
বর্তমান সময়ে হযরত পীর আল্লামা বদরুদ্দীন সাইদ আল আযহারি রাজ্যের বড় মাপের একজন আলেম ছিলেন। পাশাপাশি ছিলেন আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক। বহু শিক্ষকের শিক্ষক ছিলেন তিনি। পীর সাহেবের শিক্ষার গভীরতা ও মেধা সমাজকে সমৃদ্ধ করেছে। বহুমুখী শিক্ষা ছাড়াও ইসলামী প্রগাঢ় পণ্ডিত, চিন্তাবিদ এবং দার্শনিক হিসাবে তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার নয় বলে জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। অসংখ্য আলেম, হাফেজ ও মাওলানা তাঁর ইন্তেকালে ভেঙে পড়েছেন।