পাঁশকুড়া ভয়াবহ বিস্ফোরণে যুবকের মৃত্যু; বাজি না শক্তিশালী বোমা, শুরু তদন্ত

- আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 3
পুবের কলম প্রতিবেদক, পাঁশকুড়া: হাতে গোনা কয়েকদিন পরেই কালী পুজো। তার আগে মঙ্গলবার মজুদ করা শব্দবাজি বিস্ফোরণ হয়ে পাঁশকুড়ায় মৃত্যু হয় এক ব্যক্তির।
জেলার পাঁশকুড়ার পূর্ব চিল্কাতে এদিন দুপুরে বিস্ফোরণে উড়ে যায় একটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের নাম- শম্ভু সামন্ত (১৭)।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর জখমদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। শ্রীকান্ত ভক্তা নামে পূর্ব চিল্কা গ্রামের এক বাসিন্দার বাড়িতে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে শম্ভু সামন্ত নামে এক যুবকের মৃত্যু হয়।
শ্রীকান্তর বাড়ি থেকে জানানো হয়েছিল, বাজি তৈরির অনুমতি রয়েছে। কিন্তু বাড়ির মধ্যে বিপুল পরিমাণে বাজি মজুত করা হয়েছিল। সেই বাজিতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহত কিশোর শ্রীকান্তর প্রতিবেশী। কোনও কারণে সেই সময় ওই বাড়িতে গিয়েছিল শম্ভু। তখনই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীকান্ত ভোক্তা বাইরে থেকে বোম এনে বাড়িতে মজুদ রাখত এবং বোম বাধার কাজ করত। মঙ্গলবার সকালে বোমা বাঁধাতে গিয়ে বিপত্তি ঘটে। ক’দিন পরেই দীপাবলি। তার আগে ভয়াবহ এই বিস্ফোরণ নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে।
ইতিমধ্যে পুরো বাড়িটি দড়ি দিয়ে সিল করে দিয়েছেন তদন্তকারীরা। বাজি বিস্ফোরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আওয়াজ এবং বাড়ির ফাটল থেকে স্পষ্ট, ভিতরে প্রচুর পরিমাণ বিস্ফোরণ ছিল।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘অবৈধভাবে বাজি মজুত করা হয়েছিল। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’