১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার
  • / 11

পুবের কলম,ওয়েবডেস্ক: এবার প্রাণনাশের হুমকি পেল প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। শুক্রবার বর্ষীয়ান নেতাকে খুনের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পদক্ষেপের আর্জি জানিয়ে পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে। এদিন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত’কেও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ও হোয়াটস্যাপের মাধ্যমে এই ‘থ্রেট’ গুলি দেওয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, বিশিষ্ট সমাজসেবক ও গবেষক নরেন্দ্র দাভোলকারের মতো এনসিপি প্রধানের পরিণতি হবে।  যা নিয়ে দক্ষিণ ভারতের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

হুমকি-মেসেজে ঠিক কী লেখা রয়েছে?

৮২ বছর বয়সি প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারকে ফেসবুকে দেওয়া হুমকি মেসেজে লেখা রয়েছে, “তিনি শীঘ্রই (নরেন্দ্র) দাভোলকারের মতো একই পরিণতি পাবেন।”

ফেসবুক, হোয়াটসঅ্যাপে শরদ পাওয়ার হুমকি মেসেজ পাওয়ার পরই সুবিচারের দাবিতে সরব হয়েছেন তাঁর মেয়ে তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। ইতিমধ্যে তিনি মুম্বই পুলিশের কাছে প্রাণনাশের হুমকি মেসেজের স্ক্রিনশট দিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এটা নিম্ন রাজনীতির পরিচয় এবং এটা বন্ধ হওয়া উচিত দাবি জানিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সুপ্রিয়া সুলে। তাঁর কথায়, “শরদ পাওয়ার দেশের নেতা। পাওয়ার সাহেবের সুরক্ষা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ করা উচিত।” যে বা যারা এই ধরনের মেসেজ দিয়েছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও আবেদন জানিয়েছেন সুপ্রিয়া সুলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এবার প্রাণনাশের হুমকি পেল প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। শুক্রবার বর্ষীয়ান নেতাকে খুনের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পদক্ষেপের আর্জি জানিয়ে পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে। এদিন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত’কেও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ও হোয়াটস্যাপের মাধ্যমে এই ‘থ্রেট’ গুলি দেওয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, বিশিষ্ট সমাজসেবক ও গবেষক নরেন্দ্র দাভোলকারের মতো এনসিপি প্রধানের পরিণতি হবে।  যা নিয়ে দক্ষিণ ভারতের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

হুমকি-মেসেজে ঠিক কী লেখা রয়েছে?

৮২ বছর বয়সি প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারকে ফেসবুকে দেওয়া হুমকি মেসেজে লেখা রয়েছে, “তিনি শীঘ্রই (নরেন্দ্র) দাভোলকারের মতো একই পরিণতি পাবেন।”

ফেসবুক, হোয়াটসঅ্যাপে শরদ পাওয়ার হুমকি মেসেজ পাওয়ার পরই সুবিচারের দাবিতে সরব হয়েছেন তাঁর মেয়ে তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। ইতিমধ্যে তিনি মুম্বই পুলিশের কাছে প্রাণনাশের হুমকি মেসেজের স্ক্রিনশট দিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এটা নিম্ন রাজনীতির পরিচয় এবং এটা বন্ধ হওয়া উচিত দাবি জানিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সুপ্রিয়া সুলে। তাঁর কথায়, “শরদ পাওয়ার দেশের নেতা। পাওয়ার সাহেবের সুরক্ষা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ করা উচিত।” যে বা যারা এই ধরনের মেসেজ দিয়েছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও আবেদন জানিয়েছেন সুপ্রিয়া সুলে।