২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়ে গেল তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলি। ভয়াবহ এই ট্র্যাজেডিতে দুই দেশের সম্মিলিতভাবে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত ৭ হাজারেরও বেশি মানুষ। সোমবার ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার সীমান্তের কয়েকটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কম্পনের তীব্রতায় ধসে পড়েছে হাজার হাজার ঘর-বাড়ি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অনুমান, এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বড়তে পারে। তুরস্ক জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার বিল্ডিং ধসে পড়েছে। আহত মানুষদের সঠিক হিসেব দেওয়া যাচ্ছে না।

প্রবল ভূমিকম্পের আতঙ্কের মধ্যে শুরু হয়েছে তীব্র তুষারপাত। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

ঃতুরস্কের কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, গাজিয়ানটেপ, সানলিউরফা, দিয়ারবাকির, মালতায়া এবং আদানাসহ বিভিন্ন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই ভূমিকম্পে সিরায়ার আলেপ্পো, হামা এবং লাতাকিয়াসহ কয়েকটি অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্ক ও সিরিয়া উভয় দেশই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এদিকে, দ্রুত উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক।

আর সেই আবেদনে সাড়া দিয়ে সউদি আরব, ভারত, পাকিস্তান, ইউক্রেন, আমেরিকা, ইসরাইলসহ বহু দেশ সহায়তার হাত বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক ও সিরিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের খবরে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘যেকোনও ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।’ দুই দেশে নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বহু দেশের নেতা।

 

 

সোমবার  স্থানীয় সময় ভোর ৪টে ১৭মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ । এর পরে ১৫ মিনিট পর প্রথম আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।  ঘটনায় শোকজ্ঞাপন করে তুরস্ককে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তুরস্কের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে ভারত। আমরা সব ধরনের সহায়তা দিয়ে এই ট্র্যাজেডি মোকাবিলায় তৈরি আছি।’  তুরস্কের সহায়তায় জরুরি ভিত্তিতে মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠানোর কথাও বলেছে ভারত। এদিকে এক ট্যুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট এরদোগান ও সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানাই। যারা ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে তুরস্কের পাশে আছি। আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত’।

ভূমিকম্পের পর এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘সবার দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের সকল ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।’

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ ও স্বাস্থ্যমন্ত্রক, এএফএডি, গভর্নর এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান দ্রুত কাজ শুরু করেছে। আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সর্বনিম্ন ক্ষতির সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি’।

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

বিশ্লেষকরা বলছেন, প্রায় ৮৪ বছর পর ফের এমন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। তুরস্কের মতো সিরিয়ার বহু এলাকাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অনেক মানুষই ভবনের স্তূপের নিচে চাপা পড়েছেন। বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে সিরীয় সরকার।

মার্কিন ভূতাত্তিক সংস্থা জানিয়েছে,  সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক। ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ১ কিলোমিটার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়ে গেল তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলি। ভয়াবহ এই ট্র্যাজেডিতে দুই দেশের সম্মিলিতভাবে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত ৭ হাজারেরও বেশি মানুষ। সোমবার ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার সীমান্তের কয়েকটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কম্পনের তীব্রতায় ধসে পড়েছে হাজার হাজার ঘর-বাড়ি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অনুমান, এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বড়তে পারে। তুরস্ক জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার বিল্ডিং ধসে পড়েছে। আহত মানুষদের সঠিক হিসেব দেওয়া যাচ্ছে না।

প্রবল ভূমিকম্পের আতঙ্কের মধ্যে শুরু হয়েছে তীব্র তুষারপাত। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

ঃতুরস্কের কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, গাজিয়ানটেপ, সানলিউরফা, দিয়ারবাকির, মালতায়া এবং আদানাসহ বিভিন্ন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই ভূমিকম্পে সিরায়ার আলেপ্পো, হামা এবং লাতাকিয়াসহ কয়েকটি অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্ক ও সিরিয়া উভয় দেশই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এদিকে, দ্রুত উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক।

আর সেই আবেদনে সাড়া দিয়ে সউদি আরব, ভারত, পাকিস্তান, ইউক্রেন, আমেরিকা, ইসরাইলসহ বহু দেশ সহায়তার হাত বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক ও সিরিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের খবরে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘যেকোনও ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।’ দুই দেশে নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বহু দেশের নেতা।

 

 

সোমবার  স্থানীয় সময় ভোর ৪টে ১৭মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ । এর পরে ১৫ মিনিট পর প্রথম আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।  ঘটনায় শোকজ্ঞাপন করে তুরস্ককে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তুরস্কের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে ভারত। আমরা সব ধরনের সহায়তা দিয়ে এই ট্র্যাজেডি মোকাবিলায় তৈরি আছি।’  তুরস্কের সহায়তায় জরুরি ভিত্তিতে মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠানোর কথাও বলেছে ভারত। এদিকে এক ট্যুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট এরদোগান ও সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানাই। যারা ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে তুরস্কের পাশে আছি। আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত’।

ভূমিকম্পের পর এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘সবার দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের সকল ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।’

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ ও স্বাস্থ্যমন্ত্রক, এএফএডি, গভর্নর এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান দ্রুত কাজ শুরু করেছে। আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সর্বনিম্ন ক্ষতির সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি’।

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহত ২ হাজারেরও বেশি

বিশ্লেষকরা বলছেন, প্রায় ৮৪ বছর পর ফের এমন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। তুরস্কের মতো সিরিয়ার বহু এলাকাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অনেক মানুষই ভবনের স্তূপের নিচে চাপা পড়েছেন। বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে সিরীয় সরকার।

মার্কিন ভূতাত্তিক সংস্থা জানিয়েছে,  সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক। ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ১ কিলোমিটার।