ঋণে জর্জরিত ব্যবসায়ী, স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়িতে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

- আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ দেনার দায়ে সর্বস্বান্ত ব্যবসায়ী।পরিবার নিয়ে আত্মহত্যা করার চেষ্টা।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাগপুরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে।দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায় একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে।
উল্লেখ্য,ভরদুপুরে এমন দৃশ্য দেখে কেঁপে ওঠেন স্থানীয় বাসিন্দারা।নাগপুরের ফাঁকা রাস্তায় দাঁড়ানও এক গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সামনে যেতেই এক মর্মান্তিক দৃশ্য দেখে শিউরে ওঠেন তারা।
প্রসঙ্গত, ঋণের দায়ে জর্জরিত হয়ে পরিবার নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন রামরাজ ভাট নামক এক ব্যবসায়ী। ঘটনাস্থলে ওই ব্যবসায়ী মারা গেলেও, গাড়ি থেকে কোনও ভাবে বেরিয়ে পড়েন তাঁর স্ত্রী ও সন্তান। ঘটনাটি স্থানীয়দের চোখে পরার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন।
পুলিশ সূত্রে খবর,আগুনে ঝলসেই যার মৃত্যু হয়েছে তাঁর নাম রামরাজ ভাট।বয়েস ৫৮।এবং যেই মহিলা ও যুবককে উদ্ধার করা হয়েছে, তারা ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান।অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা গেলেও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্ত্রী সঙ্গীতা (৫৭) ও ছেলে নন্দন (২৫)।
পরিবার সূত্রে খবর,মৃত ওই ব্যবসায়ীর বাজারে অনেক ধার-দেনা হয়ে গিয়ে ছিল।সেটা মেটাতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য,মঙ্গলবার দুপুরে বাইরের কোনও রেস্তরাঁতে খওয়ার জন্য স্ত্রী এবং ছেলেকে নিয়ে বেরিয়ে ছিলেন তিনি।এমনকি গাড়িতে চাপিয়ে ছেলে এবং স্ত্রীকে নিয়ে হোটেলের উদ্দেশে রওনা হলেও হোটেলে না গিয়ে মাঝপথেই একটি ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন রামরাজ।যদিও স্ত্রী এবং ছেলে তখনও কিছুই বুঝতে পারেননি।আর তারপরই আচমকাই গাড়িতে পেট্রল ঢালতে শুরু করেন রামরাজ। এরপর নিজের গায়ে এবং স্ত্রী–ছেলের গায়েও পেট্রল ঢালেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি সমেত সবার গায়ে আগুন লাগিয়ে দেন ওই ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দাউ দাউ করে জ্বলছিল। তারপরই দু ‘ই জন আরোহী কোনওমতে দরজা খুলে বেরিয়ে আসেন। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রামরাজের বাড়ি তল্লাশি করে সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।সেই নোটেই তিনি তাঁর ঋণের কথা লিখে গেছেন তিনি।