তেহরান, ২৬ অক্টোবরঃ ইরানে ইসরাইলি বিমান হামলার ঘটনা নিশ্চিত করল তেহরান। সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী। শনিবার এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, ‘খুজেস্তান এবং ইলাম প্রদেশে হামলা করা হয়েছে। দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং ইসরাইলি এয়ার স্টাইকের মোকাবিলা করেছে। যদিও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’
ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তেহরানে আইআরজিসির সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। রাজধানী তেহরান, খুজিস্তান, ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইসরাইল যে হামলা চালিয়েছে তা পুরোপুরি ব্যর্থ। সামান্য ক্ষতি হলেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে আরও জানিয়েছে, তেহরান ও আশেপাশের স্থানীয় মানুষ যে সমস্ত বিস্ফোরণের শব্দ পেয়েছে সেগুলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার শব্দ। তেহরানের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর সঠিক নয়।
এদিকে ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তাতে বলা হয়েছে, ইরান পালটা জবাব দেওয়ার অধিকার রাখে। নিঃসন্দেহে ইসরাইল সময় মতো এর জবাব পাবে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার পর দেশটির সব গন্তব্যে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছিল ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে তেহরান।