দিল্লিগামী ট্রেনে আগুন, লেলিহান আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত বহু যাত্রী

- আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক : শনিবার সকালে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যায়। মীরাটের দৌরালা স্টেশনে এই আগুন লাগে। ট্রেনের ব্রেক জ্যামের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুনে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে যাত্রীরাই ট্রেনটিকে ধাক্কা দিয়ে বাকি বগিগুলিকে ইঞ্জিন এবং অগ্নিদগ্ধ দু’টি বগি থেকে আলাদা করেন।
পুরো স্টেশন ধোঁয়ায় ঢেকে যায়। আগুন ক্রমাগত বেড়েই চলছিল। ট্রেনে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের বগি থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বহু যাত্রী। সৌভাগ্যক্রমে কোনও যাত্রী আগুনের কবলে না আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
ট্রেনে আগুন লাগার খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড টিমকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
Uttar Pradesh | Fire broke out in the engine and two compartments of a train going from Saharanpur to Delhi, earlier today at Daurala railway station near Meerut. Cause of the fire is yet to be ascertained. No injuries/casualties reported. pic.twitter.com/WIXv6e0J9f
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 5, 2022
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি দৌরালা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই এর ইঞ্জিনে নিচ থেকে আগুন ধরে যায়। ইঞ্জিনের কাছে থাকা কোচের যাত্রীরা পায়ের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে নেমে প্ল্যাটফর্মে দৌড় লাগান। তারা ট্রেনের অন্যান্য যাত্রী ও চালককে সতর্ক করেন। ট্রেনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পিছনের বগির যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান।