পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে হেরে গেলেন আপ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি নয়াদিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সপ্তম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী প্রবেশ সাহিব সিং ভর্মার কাছে হেরে গেলেন কেজরিওয়াল। বিজেপি প্রার্থীর কাছে ৩১৮২ ভোটে হেরে গেলেন তিনি।