BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট বিদেশী ছাত্রী মৃত্যু! ‘জাতিবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তুলে দেশ ছাড়ছে নেপালি পড়ুয়ারা অভিনয়ে সুযোগ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী জয়নগরে ভলিবল টুর্নামেন্ট রায়দিঘিতে ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় তৃনমূলের আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশী ‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা সারপ্রাইজ টেস্টে ফেল ৮৪ নামাজাদা ওষুধ, জারি সতর্কতা তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি

মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি:  স্ত্রীকে মহাকুম্ভে নিয়ে গিয়ে খুন করার অভিযোগে দিল্লির এক ব্যক্তি গ্রেফতার হল। পুলিশ সূত্রে জানা যায় যে, মহাকুম্ভ স্নানের সময় স্ত্রীকে খুন করে অশোক কুমার নামে ওই ব্যক্তি। কিন্তু পরে বাড়ি ফিরে ছেলেদের বলে যে তাদের মা কুম্ভ মেলায় হারিয়ে গেছেন। পুলিশ তদন্তে জানা গেছে যে অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যার কারণে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হত।

 

দিল্লি পৌর কর্পোরেশনের একজন স্যানিটেশন কর্মী অশোক কুমার ১৮ ফেব্রুয়ারি তার স্ত্রী মীনাক্ষীকে নিয়ে প্রয়াগরাজে পৌঁছান। সেখানে গিয়ে তিনি একটি ঘর ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযুক্ত তার পরিচয়পত্র জমা দেয়নি। পরের দিন পুলিশ মীনাক্ষীর মৃতদেহ তার ঘরের বাথরুমে খুঁজে পায় কিন্তু আশ্চর্যজনকভাবে অশোক কুমারের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মীনাক্ষীর মৃতদেহ পাওয়ার পর পুলিশ মামলার তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাহায্যে অভিযুক্তকে খুঁজে বের করে।

তদন্তে আরও জানা যায় যে অশোক এবং মীনাক্ষীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। অশোক কুমারের তার স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গেও সম্পর্ক ছিল। মীনাক্ষী এই বিষয়ে অবগত ছিলেন। এই কারণেই দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পুলিশ জানিয়েছে যে অশোক কুমার তার পরিবারকে মিথ্যা বলেছিলেন যে কুম্ভমেলার সময় মীনাক্ষী হারিয়ে গেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অশোক কুমার তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

 

তিনি জানান যে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় ছুরি দিয়ে তার উপর আক্রমণ করেন এবং হত্যা করেন। খুনের পর, অভিযুক্ত রক্তমাখা কাপড় এবং ছুরিটি কুম্ভমেলা এলাকায় একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। ২১শে ফেব্রুয়ারি, পুলিশ মীনাক্ষীর ভাই প্রবেশ কুমার এবং তার ছেলে অশ্বিনী ও আদর্শের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder