মরশুমের শীতলতম দিনে ঠাণ্ডায় কাঁপছে রাজধানী, জারি অরেঞ্জ অ্যালার্ট

- আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রবল শীতে কাঁপছে রাজধানী। একাধিক জায়গার তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় তাপমাত্রার পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও।
উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। তীব্র ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। সব দিক বিবেচনা করে আজকের দিনটিকে মরশুমের শীতলতম দিন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
শুধু দিল্লি নয়, হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডেও। এই সব রাজ্যগুলিতে কনকনে ঠান্ডার পাশাপাশি বজায় থাকবে কুয়াশার দাপটও। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় অনেক জায়গাতেই ট্রেন এবং যানবাহন চলাচলে ব্যহত ঘটছে। এমনকি বেশ কিছু জায়গায় কিছু কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।
শৈত্যপ্রবাহ ও কুশায়ার জেরে দিল্লি ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার (৬ জানুয়ারি) দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।