১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দিল্লির বায়ুদূষণ গুরুতর পর্যায়ে! নির্মাণ কাজ বন্ধের উপর নিষেধাজ্ঞা

ইমামা খাতুন
- আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থাতে পৌঁছেছে। বাতাসের গুণমান একেবারে তলানিতে এসে ঠেকেছে। শ্বাসকষ্টজনিত রোগ সহ চোখ জ্বালা , মাথা যন্ত্রণার মতো শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন অনেকেই।
পরিবেশবিজ্ঞানীদের মতে, দিল্লির বাতাস ক্রমশই প্রাণঘাতী হয়ে পড়ছে। দীপাবলির পর থেকে দূষণের মাত্রা আরও বেড়ে চলেছে। এমত অবস্থায় ফের নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আম আদমি পার্টির সরকার।
তবে এই সিদ্ধান্তের ফলে নির্মাণ এবং আবাসন প্রকল্প বড়সড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সরকারের এক ঊর্ধ্বতন আমলা জানিয়েছে, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দিল্লির বায়ুদূষণ। তাই এই সিদ্ধান্ত। তবে কবে থেকে ফের এই কাজ শুরু করা যাবে, তা সরকার পরবর্তী নির্দেশ দিয়ে জানাবে বলেই জানান তিনি।