নিউটাউনে পথ দুর্ঘটনায় জখম ডেলিভারি বয়

- আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
- / 6
নিজস্ব প্রতিবেদকঃ নিউটাউনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ডেলিভারি বয়। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ববাংলা সরণির মূল রাস্তা থেকে ডিরোজিও কলেজের দিকে যেতে গিয়ে একটি পিকআপ ভ্যান ও ডেলিভারি বয়-এর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতেই রক্তাক্ত হয়ে যান ওই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক চালক ট্রাফিক নিয়ম ভেঙে রং লেন ধরে যাচ্ছিলেন। সেই সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।
মর্মান্তিক ভাবে বাইক সহ ডেলিভারি বয় ভ্যানের নিজে আটকে পড়ে। এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে খবর আহত যুবক শাসনের বাসিন্দা সঞ্জীব মণ্ডল। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইকোপার্ক থানার পুলিশ ঘাতক ভ্যানটিকে আটক করেছে।