২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বকেয়া ইনসেন্টিভ সহ একাধিক দাবিতে ডায়মন্ডহারবারে আশা কর্মীদের ডেপুটেশন
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
- / 5
ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবারঃ বকেয়া ইনসেন্টিভ সহ একাধিক দাবী জানিয়ে ডায়মন্ড হারবার সিএমওএইচ এর কাছে ডেপুটেশন জমা করলো আশাকর্মীরা।
শুক্রবার ডায়মন্ড হারবার ষ্টেশন বাজার থেকে কয়েক হাজার আশাকর্মী নিজেদের একাধিক দাবী নিয়ে মিছিল করে জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যান। সেখানে বিদ্যাসাগরের প্রয়ান দিবস উপলক্ষে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর নিজেদের দাবী জানিয়ে বিক্ষোভ দেখায় তারা। পরে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার CMOH জয়ন্ত কুমার সুকুলের হাতে নিজেদের দাবী জানিয়ে ডেপুটেশন জমা করেন আশাকর্মীরা।