মহারাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থ দখলে রাখলেন ডেপুটি ফড়নবিশ

- আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক : বহু টালবাহানার পর মন্ত্রিসভা গঠনে সফল হন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ৯ আগস্ট তিনি ক্যাবিনেট গঠন করেন। কিন্তু সেদিনও ঠিক করতে পারেননি স্বরাষ্ট্র এবং অর্থ কার হাতে থাকবে। অনেকে বলছেন শিন্ডে না জানলেও ফড়নবীশ নির্ঘাত জানতেন যে স্বরাষ্ট্র এবং অর্থ তার হাতেই থাকবে। তা না হলে তিনি ডেপুটি হতে রাজি হতেন না। অমিত শাহের সঙ্গে যখন বৈঠক হয়, তখনই ব্যাপরটা স্পষ্ট হয়ে গিয়েছিলো।
পুলিশ এবং অর্থ যার হাতে থাকবে, এক কথায় রাজ তারই। সেই অর্থে শিন্ডে নামেই মুখমন্ত্রী। ক্ষমতা সবই বিজেপির দেবেন্দ্র ফরনবীশের হাতে। মন্ত্রিসভার সমপ্রসারণের দিনেই নগরউন্নয়ন শিন্ডে নিজের হাতে রেখেছিলেন।
সম্প্রতি বিহারের যে জোট সরকার হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে তেনার হাতে থাকবে স্বরাষ্ট্র। তার সঙ্গে তিনি আপোষ করবেন না। কিন্তু বিজেপির জালে মাথা গলানো শিন্ডের সে কথা বলার ক্ষমতাও নেই। একথা অস্বীকারের উপায় নেই যে তাঁকে ধরে বিজেপি ধীরে ধীরে শিবসেনাকে দুর্বল করে দেওয়ার যে চোখ কষেছে তাতে তারা অনেকটাই সফল।
তবে মারাঠারা শিন্ডের এমন আপোষ কতখানি মেনে নেবে তা ভবিষ্যতই বলবে।
রবিবার মুখ্যমন্ত্রী শিন্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রক সামলাবেন ফড়নবীশই। বিজেপির শুল্কমন্ত্রী হবেন রাধাকৃষ্ণ ভিকে পাতিল। একনাথের শিবসেনা টিমের দীপক কেসারকরকে স্কুল শিক্ষামন্ত্রী করা হয়েছে। আধুল সাত্তারকে করা হয়েছে কৃষি মন্ত্রক।