স্বাধিকার ভঙ্গের নোটিশ ডেরেকের

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের নাম উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা এক মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সরব হয়েছে বিরোধীরা। আর এই নিয়ে এবার শাহর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

 

ডেরেকের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে শাহ সংবিধানের নিয়ম লঙ্ঘন করেছেন। ‘কাউন্সিল অফ স্টেট্স’-এর ‘রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অফ বিজনেস’-এর অধীনে এই নোটিশ পেশ করেছেন তিনি। এ দিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, ‘রাজ্যসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার বিধি’র ১৮৭ নম্বর বিধানের অধীনে এই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন।

 

রাজ্যসভায় এই প্রস্তাব দেওয়ার সময়, ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের স্থপতির উত্তরাধিকার এবং সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।’ তৃণমূলের মতে, এই মন্তব্যগুলি ভারতের সংবিধানের ভিত্তি ও স্বাধিকারকে অস্বীকার করেছে, যা দেশের জাতীয় ঐক্য এবং সংহতির প্রতি হুমকি। এই কারণে, রাজ্যসভায় অমিত শাহের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে।

আম্বেদকরকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার জেরে অমিত শাহর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। সংসদ চত্বরে বাবাসাহেবের ছবি হাতে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের দাবি, এই ধরনের অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত।

 

দলের সভপতি মল্লিকার্জুন খাড়গে শাহকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি আসলে আরএসএস এবং মনুবাদের ভাবধারায় চালিত হচ্ছে। সেই কারণেই সংবিধান প্রণেতাকে এভাবে অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খাড়গে।

 

রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেছেন, বুধবার মধ্যরাতের মধ্যে বরখাস্ত করতে হবে শাহকে, অন্যথায় দেশজুড়ে প্রতিবাদের সম্মুখীন হতে হবে। শাহর মন্তব্যের সমালোচনা করেছেন আম-আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেক মানুষ আম্বেদকরকে ভগবানের থেকে কম কিছু মানে না।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder