১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুরআন অবমাননা: ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্ক:সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। স্লোগানে স্লোগানে কুরআন অবমাননার প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে সুইডেন। এ সময় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানান তারা। এক বিক্ষোভকারী বলেন, ‘সুইডিশদের আমরা থামাতে চাই। ইন্দোনেশিয়ার মাটিতে তাদের কোনও জায়গা হবে না। তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। তারা আমাদের বিশ্বাসের ওপর আঘাত করেছে। তারা আমাদের পবিত্র গ্রন্থকে অসম্মান করেছে। আরেক বিক্ষোভকারী বলেন, ‘ইন্দোনেশিয়া সরকারকে বলতে চাই শুধু নিন্দা জানিয়েই বসে থাকলে হবে না। তাদের সঙ্গে সম্পর্কও ছিন্ন করতে হবে।’ বিক্ষোভের সময় সুইডেনের জাতীয় পতাকা ও উগ্র ডানপন্থী নেতা রাসমস পালুদানের ছবিতে আগুন ধরিয়ে দেন কেউ কেউ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সুইডিশ দূতাবাসের সামনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়াতেও কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন বহু মানুষ। উল্লেখ্য, ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তার মধ্যে স্টকহোমে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে একটি কুরআন শরিফে অগ্নিসংযোগ করেন ড্যানিশ উগ্র-ডানপন্থী নেতা রাসমাস পালুদান। সেই ঘটনার পর বহু দেশে সুইডেন-বিরোধী বিক্ষোভ শুরু হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরআন অবমাননা: ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক:সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার জাকার্তায় সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। স্লোগানে স্লোগানে কুরআন অবমাননার প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে সুইডেন। এ সময় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানান তারা। এক বিক্ষোভকারী বলেন, ‘সুইডিশদের আমরা থামাতে চাই। ইন্দোনেশিয়ার মাটিতে তাদের কোনও জায়গা হবে না। তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। তারা আমাদের বিশ্বাসের ওপর আঘাত করেছে। তারা আমাদের পবিত্র গ্রন্থকে অসম্মান করেছে। আরেক বিক্ষোভকারী বলেন, ‘ইন্দোনেশিয়া সরকারকে বলতে চাই শুধু নিন্দা জানিয়েই বসে থাকলে হবে না। তাদের সঙ্গে সম্পর্কও ছিন্ন করতে হবে।’ বিক্ষোভের সময় সুইডেনের জাতীয় পতাকা ও উগ্র ডানপন্থী নেতা রাসমস পালুদানের ছবিতে আগুন ধরিয়ে দেন কেউ কেউ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সুইডিশ দূতাবাসের সামনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়াতেও কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন বহু মানুষ। উল্লেখ্য, ২১ জানুয়ারি পুলিশি নিরাপত্তার মধ্যে স্টকহোমে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে একটি কুরআন শরিফে অগ্নিসংযোগ করেন ড্যানিশ উগ্র-ডানপন্থী নেতা রাসমাস পালুদান। সেই ঘটনার পর বহু দেশে সুইডেন-বিরোধী বিক্ষোভ শুরু হয়।