ডেউচা পাঁচামি: পুনর্বাসন প্রকল্পে জমিদাতাদের সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান

- আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
- / 7
কৌশিক সালুই, বীরভূম:- আরো একদফায় ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের পুনর্বাসন প্রকল্পে জমিদাতাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। এর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান হল।
শনিবার বীরভূমের মহম্মদ বাজার ব্লক অফিসে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন ডেউচাপাচামী প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পে সাতজনকে চতুর্থ শ্রেণীতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৬০০ জন পুলিশে এবং ৩০০ জন চতুর্থ শ্রেণীতে যোগ দিয়েছেন। এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগমের পক্ষ থেকে মেয়াদী লোন, স্বনির্ভর দলের মহিলাদের গ্রুপ লোন, জাতিগত শংসাপত্র ডিজিটাল রেশন কার্ড সংশোধিত এবং নতুন আধার কার্ড একশ দিনের কাজের প্রকল্প কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের সংযুক্তিকরণ প্রভৃতি পরিষেবা দেওয়া হয়েছে এদিন। এছাড়া কয়েকশো দুস্থ কে বস্ত্র দিয়ে সাহায্য করা হয়েছে।
জেলাশাসক বিধান রায় বলেন,” সমস্ত মানুষের কাছে যাতে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে যায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন তার অঙ্গ হিসাবে এদিন সহায়তা কর্মসূচি করা হলো। পাশাপাশি ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পের চতুর্থ শ্রেণীতে কয়েকজনের নিয়োগ পত্র দেওয়া হয়েছে”।