দেউচা পাঁচামি: প্রজেক্ট সাইট অফিস এবং পুনর্বাসনে জমি হস্তান্তর শুরু

- আপডেট : ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার
- / 7
কৌশিক সালুই, বীরভূম: দেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চল আরো এক ধাপ এগিয়ে গেল। এবার প্রজেক্ট সাইট অফিস এবং পুনর্বাসন প্রকল্পের জমি হস্তান্তর করা হল। মঙ্গলবাজার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সব্যসাচী মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা বিদ্যুৎ দফরের যুগ্ম সচিবের হাতে সেই জমির নথি তুলে দিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দেউচা পাঁচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলে প্রজেক্ট সাইট অফিস এবং পুনর্বাসন এলাকার জন্য গনপুরের মোবেলিয়া, চরিচা এবং আঙ্গারগড়িয়াতে মোট ৩৮ একর জমি দেওয়া হল। মবেলিয়া এবং চড়িচাতে পুনর্বাসন প্রকল্পে বাড়ি তৈরি করা হবে। আঙ্গারগরিয়াতে প্রজেক্ট অফিস তৈরি হবে। এদিন বিদ্যুৎ দফরের যুগ্ম সচিব রঞ্জন চক্রবর্তীর হাতে সেই জমি হস্তান্তরের নথি তুলে দেন মহ: বাজার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সব্যসাচী মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা।
প্রসঙ্গত, এই প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় দু’হাজার ইচ্ছুক জমিদাতার পরিবারকে পুনর্বাসন প্রকল্পে পুলিশ এবং গ্রুপ ডি-তে চাকরি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ছয় হাজার পরিবার চাকরির জন্য আবেদন করেছেন। তাদের জমি পর্যায়ক্রমে কেনা হচ্ছে এবং চাকরি দেওয়ার প্রক্রিয়াও চলছে অতি দ্রুত গতিতে। এছাড়াও কয়লার উপরের স্তরে স্থিত ব্যাসল্ট তোলার আগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ৪৫০ একর জমি ইতোমধ্যে চিহ্নিত হয়েছে যেখানে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। বীরভূম জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, “এদিন প্রকল্পের জন্য বিদ্যুৎ দপ্তরকে পুনর্বাসন এবং এরিয়া সাইট অফিসের জন্য জমি হস্তান্তর করা হয়েছে।”