১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেউচা পাঁচামি: জমি দাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচে পুলিশের চাকরির নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 6

কৌশিক সালুই, বীরভূম: ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমি দাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচের পুলিশের চাকরি নিয়োগ পত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ। শনিবার সিউড়িতে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আগামী রবিবার তাদের ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে ট্রেনিং-এর জন্য পাঠানো হবে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমিদাতাদের পুলিশের চাকরির দ্বিতীয় ব্যাচের ৯৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে শনিবার। বাকি কয়েকজনের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তাদেরকেও নিয়োগপত্র দিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। বিগত জুলাই মাসে প্রথম ব্যাচের প্রায় তিনশ জনকে ব্যারাকপুরে ট্রেনিং-এর জন্য পাঠানো হয়েছে।

 

বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে দ্বিতীয় ব্যাচের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, উল্লেখ্য প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ হরিণ সিঙ্গা এবং দ্বিতীয় পর্যায়ের ডেউচা পাঁচামি কয়লা ব্লকে শিল্পাঞ্চল তৈরিতে সহায়তা করতে জমি দেওয়ার জন্য প্রায় তিন হাজার জন জমির মালিক প্রশাসনের কাছে আবেদন করেছেন। তাদের মধ্য থেকে প্রথম পর্যায়ের কোল  ব্লকের মধ্যে প্রায় ৬০০ জনের কাছ থেকে জমি কিনে নিয়েছে প্রশাসন।

এর সঙ্গে পুনর্বাসন প্রকল্পে পুলিশের চাকরির বাকিদের নিয়োগ প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। এছাড়াও প্রথম পর্যায়ে ব্লকের জন্য কয়লার স্থিতি জানার নিরীক্ষণ শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের ব্লকের সেই কাজকর্ম চলছে।

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচের পুলিশের চাকরি নিয়োগ পত্র দেওয়া হচ্ছে’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেউচা পাঁচামি: জমি দাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচে পুলিশের চাকরির নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার

কৌশিক সালুই, বীরভূম: ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমি দাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচের পুলিশের চাকরি নিয়োগ পত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ। শনিবার সিউড়িতে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আগামী রবিবার তাদের ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে ট্রেনিং-এর জন্য পাঠানো হবে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমিদাতাদের পুলিশের চাকরির দ্বিতীয় ব্যাচের ৯৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে শনিবার। বাকি কয়েকজনের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তাদেরকেও নিয়োগপত্র দিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। বিগত জুলাই মাসে প্রথম ব্যাচের প্রায় তিনশ জনকে ব্যারাকপুরে ট্রেনিং-এর জন্য পাঠানো হয়েছে।

 

বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে দ্বিতীয় ব্যাচের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, উল্লেখ্য প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ হরিণ সিঙ্গা এবং দ্বিতীয় পর্যায়ের ডেউচা পাঁচামি কয়লা ব্লকে শিল্পাঞ্চল তৈরিতে সহায়তা করতে জমি দেওয়ার জন্য প্রায় তিন হাজার জন জমির মালিক প্রশাসনের কাছে আবেদন করেছেন। তাদের মধ্য থেকে প্রথম পর্যায়ের কোল  ব্লকের মধ্যে প্রায় ৬০০ জনের কাছ থেকে জমি কিনে নিয়েছে প্রশাসন।

এর সঙ্গে পুনর্বাসন প্রকল্পে পুলিশের চাকরির বাকিদের নিয়োগ প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। এছাড়াও প্রথম পর্যায়ে ব্লকের জন্য কয়লার স্থিতি জানার নিরীক্ষণ শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের ব্লকের সেই কাজকর্ম চলছে।

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলের জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পে দ্বিতীয় ব্যাচের পুলিশের চাকরি নিয়োগ পত্র দেওয়া হচ্ছে’।