BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নেটে বিরাট রোহিতকে বোলিং করে আহ্লাদিত পাকিস্তানের আওয়াইস ফের দেশের হয়ে খেলার ব্যাপারে সংশয়ে ছিলাম: মুহাম্মদ শামি মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু! দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্ত আরজি কর: প্রাক্তন সিপি বিনীত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি কালো মেঘে ঢাকা আকাশ, সকাল থেকেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে অনুদান বাতিলের সিদ্ধান্তে সিলমোহর ট্রাম্পের সাড়ে ৪ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে সফল ইসলামিয়া হাসপাতাল বিএসএফ বিজিবি শীর্ষ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের দাবি

ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ভেসেলের টিকিট পাওয়া যাবে এবার অ্যাপে

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সামিম আহমেদ, ডায়মন্ড হারবার: এবার থেকে অ্যাপের মাধ্যমে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের সহায়তায় পুরসভার উদ্যোগে এই পরিষেবা চালু হতে চলেছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এতদিন শুধু কাউন্টার থেকে টিকিট কাটার সুযোগ ছিল। এই পরিষেবা চালু হলে আর টিকিট কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি পোয়াতে হবে না ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার যাত্রীদের। এর ফলে উপকৃত হবে হাজার হাজার মানুষ। অনেকেই হয়তো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নাও হতে পারেন। তাদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থাও থাকবে।
জানা গিয়েছে, ভেসেলে করে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যেতে গেলে সকালের দিকে ভালো ভিড় দেখা যায় ডায়মন্ড হারবারে টিকিট কাউন্টারে। কাউন্টারে সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। শুধুমাত্র কাউন্টার থেকেই তাদের টিকিট কাটার সুযোগ ছিল, কিন্তু অফিস টাইমে লম্বা লাইন পড়ে যাওয়ার ফলে অনেকে ভেসেল ধরতে পারতেন না।
এই ঝক্কি এড়াতে এবার টিকিট কাটার অ্যাপ আনতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা। এবার থেকে অ্যাপের মাধ্যমে ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার ভেসেলের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে চলেছে ডায়মন্ড হারবার পুরসভা।
এ বিষয়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার জানান, ‘উড়োজাহাজ বা রেলের টিকিট কাটার আদলে এই অ্যাপ তৈরি করা হবে। বাড়িতে বসেই টিকিট কাটা যাবে,এটা দারুণ প্রয়াস। মানুষের ভীষণ উপকার হবে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ডায়মন্ড হারবার পুরসভা এই পরিষেবা চালু করবে। টেন্ডার হয়ে গিয়েছে।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder