দিঘা মন্দির উদ্বোধনের আগে বাতিল ট্রেন

- আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
- / 19
ফের রেলের হিংসার রাজনীতি
পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূলের কোনও কর্মসূচি থাকলেই বাতিল করা হয় নির্ধারিত ট্রেন। কখনও আবার বাড়তি ট্রেনের কথা বললেও তা দেয় না। ঠিক সেই ঘটনাই ঘটনা দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে। বাংলার নতুন তীর্থক্ষেত্র দিঘায় মন্দির উদ্বোধন উপলক্ষে যে নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছিল, রেলের তরফে থেকে সেই দুটি ট্রেনই বাতিল বলে ঘোষণা করা হল রবিবার। কোনও যুক্তিসঙ্গত কারণ না দেখিয়েই জগন্নাথ মন্দির উদ্বোধনের তিনদিন আগে আচমকাই এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল ০৮১১৩/০৮১১৪ হাওড়া -দিঘা-হাওড়া ও ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া বিশেষ ট্রেন দুটি বাতিল করা হচ্ছে। ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এই ট্রেন চালানোর কথা ছিল দক্ষিণ পূর্ব রেলের। এই ট্রেনদুটিই বাতিলের ঘোষণার বিজ্ঞপ্তিতে জানানো হল, রেলের রেক ও পরিচালনের সমস্যা রয়েছে। সেই কারণেই ট্রেন বাতিল করতে হল রেলকে। রেক স্বল্পতার অজুহাত দেখিয়ে দিঘায় ট্রেন বাতিল করা হল।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: তদন্ত ও শাস্তির দাবি জমিয়েতে উলামায়ে বাংলা
উল্লেখ্য, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ে যেখানে নতুন ট্রেন এমনকী প্লেনেরও ব্যবস্থা রেখেছিল ডাবল ইঞ্জিন সরকার, সেখানে বাংলায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে প্রতিহিংসার রাজনীতিই করল রেল দফতর।