পুবের কলম প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে এনআরএস হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা। চুরি ঠেকাতে পদক্ষেপ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার থেকে ওয়ার্ড এবং ওটিতে বহিরাগত প্রবেশ ঠেকাতে কিউআর কোড যুক্ত পরিচয়পত্রের পদ্ধতি চালু করতে চলেছে এনআরএস। মঙ্গলবার এ নিয়ে এক নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, অপারেশন থিয়েটার, আউটডোর এবং হাসপাতালের সমস্ত জায়গায় কিউআর কোড যুক্ত আই কার্ড পরতে হবে। হাসপাতালে প্রবেশে কিউআর কোড যুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকেই বিশেষ আই কার্ড পরে হাসপাতালে প্রবেশ করতে হবে। জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে এনআরএস হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ হচ্ছিল। ফলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পড়ুয়াদের মোবাইল, মানি ব্যাগ ও হাসপাতালের যন্ত্রপাতি চুরি বাড়ছিল। চুরি ঠেকাতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ। প্রিন্সিপাল, সুপার, চিকিৎসক ও হাসপাতালের সমস্ত কর্মীদের আই কার্ড পড়তে নির্দেশ দেওয়া হয়েছে।