২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মক্কা শরীফে ৮২টি ভাষায় ডিজিটাল স্ক্রিন পুণ্যার্থীদের ২৪ ঘণ্টা গাইড করবে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃএই বছর উমরাহ পালনকারী ও হজ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডিজিটাল স্ক্রিন মারফত অনবরত গাইড করার জন্য। মোট ৮২টি ভাষা ফুটে উঠবে ডিজিটাল পর্দায়। বিভিন্ন দেশ থেকে আগত পুণ্যার্থীরা নিজ নিজ ভাষায় সেই নির্দেশ ও  সাংকেতিক চিহ্ন দেখে সহজেই বুঝতে পারবেন। মসজিদুল হারাম-এ এবং তওয়াফের জন্য সমবেত লক্ষ লক্ষ মানুষ পর্দায় দেখতে ও শুনতে পাবেন হাদিসের অংশ– নামায পাঠের দৃশ্য ও পঠিত সুরা। ডিজিটাল পর্দায় দেখা যাবে পুণ্যার্থীরা কোথায় অবস্থান করছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশও ফুটে উঠবে পর্দায়। মাতাফ (তওয়াফ) এবং মাশা (সাফা ও মারওয়ার মধ্যে যাতায়াত) উপস্থাপিত হতে থাকবে এই পর্দার মাধ্যমে। প্রতি মুহূর্তে ডিজিটাল পর্দায় দেখানো হবে হজ-এর বিভিন্ন নিয়ম ও আহকাম। পুণ্যার্থীরা যাতে কোনও ধরনের অসুবিধার মধ্যে না পড়েন সেজন্য তাদের নিজের ভাষায় পড়ে নিতে পারবেন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। এ ছাড়াও স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপত্তার বিষয়েও সময় সময় হেদায়াত দেওয়া হবে এই স্ক্রিন মারফত।

৮২ ভাষায় এই পর্দা স্থাপন করা হয়েছে মসজিদুল হারাম-এর অভ্যন্তরে এবং বাইরের চত্বরেও। উল্লেখ্য– এ বছর করোনা আতঙ্ক মুক্ত হয়ে উমরাহ ও হজ পালন করার সুযোগ পাচ্ছেন বাইরের দেশ থেকে আগত প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী। করোনা পূর্ববর্তী সময়ের মতো আল্লাহ  ঘরের মেহমানদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা পাকা করছে সউদি সরকার। এই মাতৃভাষায় ডিজিটাল স্ক্রিন তাতে নবতম সংযোজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মক্কা শরীফে ৮২টি ভাষায় ডিজিটাল স্ক্রিন পুণ্যার্থীদের ২৪ ঘণ্টা গাইড করবে

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃএই বছর উমরাহ পালনকারী ও হজ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডিজিটাল স্ক্রিন মারফত অনবরত গাইড করার জন্য। মোট ৮২টি ভাষা ফুটে উঠবে ডিজিটাল পর্দায়। বিভিন্ন দেশ থেকে আগত পুণ্যার্থীরা নিজ নিজ ভাষায় সেই নির্দেশ ও  সাংকেতিক চিহ্ন দেখে সহজেই বুঝতে পারবেন। মসজিদুল হারাম-এ এবং তওয়াফের জন্য সমবেত লক্ষ লক্ষ মানুষ পর্দায় দেখতে ও শুনতে পাবেন হাদিসের অংশ– নামায পাঠের দৃশ্য ও পঠিত সুরা। ডিজিটাল পর্দায় দেখা যাবে পুণ্যার্থীরা কোথায় অবস্থান করছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশও ফুটে উঠবে পর্দায়। মাতাফ (তওয়াফ) এবং মাশা (সাফা ও মারওয়ার মধ্যে যাতায়াত) উপস্থাপিত হতে থাকবে এই পর্দার মাধ্যমে। প্রতি মুহূর্তে ডিজিটাল পর্দায় দেখানো হবে হজ-এর বিভিন্ন নিয়ম ও আহকাম। পুণ্যার্থীরা যাতে কোনও ধরনের অসুবিধার মধ্যে না পড়েন সেজন্য তাদের নিজের ভাষায় পড়ে নিতে পারবেন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। এ ছাড়াও স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপত্তার বিষয়েও সময় সময় হেদায়াত দেওয়া হবে এই স্ক্রিন মারফত।

৮২ ভাষায় এই পর্দা স্থাপন করা হয়েছে মসজিদুল হারাম-এর অভ্যন্তরে এবং বাইরের চত্বরেও। উল্লেখ্য– এ বছর করোনা আতঙ্ক মুক্ত হয়ে উমরাহ ও হজ পালন করার সুযোগ পাচ্ছেন বাইরের দেশ থেকে আগত প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী। করোনা পূর্ববর্তী সময়ের মতো আল্লাহ  ঘরের মেহমানদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা পাকা করছে সউদি সরকার। এই মাতৃভাষায় ডিজিটাল স্ক্রিন তাতে নবতম সংযোজন।