০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘লম্বা ছুটিতে’ সাত সকালে দিল্লি উড়ে গেলেন দিলীপ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সাত সকালে দিল্লি উড়ে গেলেন বিজেপি রাজ্য সভাপতি  তথা সাংসদ দিলীপ ঘোষ। এইদিন  সকাল ৬’টার  বিমানে দিল্লি উড়ে যান দিলীপ বাবু।  সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান ” লম্বা ছুটিতে” যাচ্ছেন। 

বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্য  রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে  একাধিক জল্পনা। ১০ দিনের  সফরে  দিল্লি  গেলেন  দিলীপ ঘোষ। সংসদের  বাদল অধিবেশন  শুরু  হচ্ছে  তাতেও অংশ নেবেন  তিনি, এরপর  সংসদীয় দলের প্রতিনিধি  হিসেবে  তাঁর  কাশ্মীর  যাওয়ারও কথা আছে  বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। দুই দিন আগেই দিলীপবাবুর দিল্লি যাত্রা নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। সেই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে আদি নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি দিলীপ ঘোষই তোলেন নাড্ডার সামনে। নাড্ডাও এতে সহমত প্রকাশ করেন। রাজনৈতিক মহল মনে করছে যে এর ফলে রাজ্য বিজেপিতে দিলীপবাবুর কর্তৃত্ব আরও মজবুত হল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘লম্বা ছুটিতে’ সাত সকালে দিল্লি উড়ে গেলেন দিলীপ

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সাত সকালে দিল্লি উড়ে গেলেন বিজেপি রাজ্য সভাপতি  তথা সাংসদ দিলীপ ঘোষ। এইদিন  সকাল ৬’টার  বিমানে দিল্লি উড়ে যান দিলীপ বাবু।  সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান ” লম্বা ছুটিতে” যাচ্ছেন। 

বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্য  রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে  একাধিক জল্পনা। ১০ দিনের  সফরে  দিল্লি  গেলেন  দিলীপ ঘোষ। সংসদের  বাদল অধিবেশন  শুরু  হচ্ছে  তাতেও অংশ নেবেন  তিনি, এরপর  সংসদীয় দলের প্রতিনিধি  হিসেবে  তাঁর  কাশ্মীর  যাওয়ারও কথা আছে  বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। দুই দিন আগেই দিলীপবাবুর দিল্লি যাত্রা নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। সেই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে আদি নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি দিলীপ ঘোষই তোলেন নাড্ডার সামনে। নাড্ডাও এতে সহমত প্রকাশ করেন। রাজনৈতিক মহল মনে করছে যে এর ফলে রাজ্য বিজেপিতে দিলীপবাবুর কর্তৃত্ব আরও মজবুত হল।