রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিবাদ ও বোমাবাজি, মৃত ২ আহত ৪

- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ হঠাৎ ভোর রাতে কেঁপে উঠে মালদা।বোমাবাজি ও গুলির লড়াইয়ে উত্তপ্ত মানিকচকের গোপালপুর। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বোমাবাজি বলে স্থানীয় সূত্রে খবর।দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইয়ে দু’ই জনের মৃত্যু হয়েছে , এমনকি আহত হয়েছে আরও ৪ জন।
পুলিশ কে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান তারা। কার্যত মানিকচকের গোপালপুরের দখলদারী নিয়েই এই ঘটনা। সূত্রের খবর, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করেই এই বচসা। পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি দু’ই জনের মধ্যে এই গন্ডগোল বলে স্থানীয় সূত্রে খবর। উল্লেখ্য, তাদের দু’ই জনের মধ্যে প্রায়শই এই রকম ঝগড়া-বিবাদ লেগে থাকত।
ক্ষমতা প্রদর্শন করে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান এমন টাই সূত্রের খবর। তাঁর জন্যই সভাপতির কাজ পাচ্ছেন না সভাপতির লোকজন।এমনকি গত শনিবার রাতে ফোনে একে অপরকে হুমকি দেন বলেও জানা গেছে। তার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ২৮ মে ওই এলাকায় টেন্ডার টেন্ডার নিয়েই উত্তেজনা ছড়িয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।