BREAKING:
Rabindra Sarobar-এ দোল উৎসবের অনুমতি শহরে ফের ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার, পুলিশি তৎপরতায় গ্রেফতার ২    সমাজসেবার জন্য সম্মানিত সংগীতশিল্পী অভিনেত্রী সুপর্ণা কুমার  কেন ‘ইন্ডিয়া’ বলব? প্রশ্ন আরএসএস নেতার, নাম বদলের দাবি সংঘের ২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

গুটখার বিভ্রান্তিকর বিজ্ঞাপন, শাহরুখ, অজয়, টাইগারকে সমন জেলা কনজিউমার কমিশনের

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫

জয়পুর, ৮ মার্চ:  গুটখা ব্র্যান্ডের বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে অভিযোগ ওঠার পরে রাজস্থানের জেলা কনজিউমার কমিশন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার স্রফকে সমন পাঠাল। সূত্রের খবর, জেলা কনজিউমার কমিশনের তরফে শাহরুখকে আইনি নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, আগামী ১৯ মার্চের মধ্যে ওঁকে জবাবদিহি করতে হবে। প্রসঙ্গত, জাফরান মিশ্রিত গুটখার বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার স্রফ বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ। শাহরুখের পাশাপাশি অন্য দুজনকেও আইনি নোটিশ পাঠিয়েছে জেলা কনজিউমার কমিশন। এছাড়া নোটিশ পাঠানো হয়েছে গুটখা প্রস্তুতকারক সংস্থার চেয়ারম্যানকে।

সূত্রের খবর, তিন বলিউড অভিনেতা এবং গুটখা প্রস্তুতকারক সংস্থার চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠিয়েছেন জেলা কনজিউমার কমিশনের চেয়ারম্যান জি মীনা এবং কমিশনের সদস্য হেমলতা আগরওয়াল। ক্রেতা সুরক্ষা কর্মী যোগেন্দ্র সিং বাডিয়ালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগকারী যোগেন্দ্র সিং বাডিয়াল জেলা কনজিউমার কমিশনকে জানিয়েছেন, শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার স্রফ জেবি industries নামে একটি গুটখা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে দাবি করেছেন, প্রতি দানায় জাফরান রয়েছে। এদিকে প্রতি কিলোগ্রাম জাফরানের দাম চার লক্ষ টাকা। আর প্রতি প্যাকেট গুটখার দাম মাত্র পাঁচ টাকা। ফলে বিজ্ঞাপনদাতা অবাস্তব দাবি করেছেন। আসলে গুটখার প্যাকেটে জাফরানের অস্তিত্বই নেই। এটা করা হয়েছে ক্রেতাদের প্রভাবিত করার উদ্দেশ্যে।

অভিযোগকারী যোগেন্দ্র সিং বাডিওয়াল আরও জানিয়েছেন, গুটখা সম্পর্কে যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে আদতে তা প্রতারণামূলক। এছাড়া এধরনের বিজ্ঞাপন গুটখা কিনতে উৎসাহিত করার পাশাপাশি জনস্বাস্থ্যের পক্ষেও ঝুঁকিপূর্ণ। ফলে এধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে।

সূত্রের খবর, এর আগেও বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার স্রফ পানমশালার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে এই তিন বলিউড অভিনেতাকে সমন পাঠায় রাজস্থানের কোটা কনজিউমার আদালত। বিমল পানমশলা নামে প্রস্তুতকারক সংস্থাকেও একইসঙ্গে সমন পাঠানো হয়। প্রসঙ্গত, সেসময়ে কোটার স্থানীয় একজন সমাজসেবী পানমশলার বিজ্ঞাপন নিষিদ্ধ করার দায়ে জেলা কনজিউমার রিড্রেসাল কমিশনে অভিযোগ দায়ের করেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ এপ্রিল।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder