তারস্বরে DJ বাজানোর প্রতিবাদ, বিধবাকে নগ্ন করে প্রহার

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
তারস্বরে DJ বাজানোর প্রতিবাদ,

DJ বাজানোর প্রতিবাদের অপরাধ, বিধবাকে মারধর একদল যুবকের

পুবের কলম, ওয়েবডেস্ক: তারস্বরে DJ বাজানোর প্রতিবাদ! বিধবা মহিলাকে নগ্ন করে বেল্ট দিয়ে প্রহার। শুক্রবার সন্ধ্যায় অর্থাৎ হোলির দিনে আগ্রার খন্ডৌলি এলাকায় ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় একদল যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও লাভ হয়নি। পরে ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এফআইআর দায়ের করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

 

মহিলার দাবি, শুক্রবার হোলির অনুষ্ঠান শেষ হওয়ার পরেও তারস্বরে DJ বাজিয়ে নাচ করছিলেন বেশ কয়েকজন যুবক। অতিরিক্ত আওয়াজে বাড়ির মহিষগুলির সমস্যা হচ্ছিল। সেই সময় দুধ দোয়ানোর কথা থাকলেও DJ-র তীব্র আওয়াজে তা হচ্ছিল না। এই অবস্থায় তিনি ওই যুবকদের কাছে গিয়ে ডিজের শব্দ কমানোর অনুরোধ করেন। তাতেই বেজায় চটে যায় ওই যুবকরা।

 

Read More: পৃথিবীতে ফিরে কী কী সমস্যায় ভুগবেন Sunita Williams-রা?

এরপর মহিলার পোশাক ছিঁড়ে তাঁকে কার্যত নগ্ন করে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাটি চাউর করতে পেরেই প্রত্যক্ষদর্শীরা  স্থানীয় থানায় পুরো ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশের গাড়ি সেখানে যায় ঠিকই তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর স্থানীয় পুলিশ চৌকিতে গিয়ে অভিযোগ জানালেও পুলিশ এফআইআর নেয়নি। এই আবহেই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়  ।

 

তারপরেই টনক নড়ে পুলিশের। এই প্রেক্ষিতেখান্দৌলি থানার স্টেশন ইন চার্জ রাকেশ চৌহান জানিয়েছেন যে, মহিলার অভিযোগের ভিত্তিতে ৪ ব্যক্তির উপর এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে বাড়িতে পোষা মোষের দুধ বিক্রি করে পরিবারের ভরণপোষণ করতেন তিনি।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder