১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যখন-তখন ইস্তফাপত্র দিচ্ছেন চিকিৎসকরা, শোকজের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

মাসুদ আলি
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 8

পুবের কলম প্রতিবেদক­ : সরকারি চিকিৎসক বা মেডিক্যাল কলেজের শিক্ষকরা যখন-তখন চাকরি থেকে ইস্তফাপত্র জমা দিচ্ছেন। শুধু তাই নয়– কাজেও গাফিলতি করছেন। তাই এবার থেকে এমনটা করতে দেওয়া হবে না। সরকারি নিয়ম মেনেই চাকরি থেকে ইস্তফা দিতে হবে। না হলে করা হবে শোকজ। এমনই হুঁশিয়ারি দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

চিকিৎসা পরিষেবা বা পঠনপাঠনে যাতে সমস্যা আর না হয়– তাই পদ্ধতি মেনে ইস্তফা প্রক্রিয়া নিশ্চিত করতে রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন– ইস্তফা দেওয়ার পরে তা গৃহীত না হওয়া পর্যন্ত কাজে গরহাজির থাকা যাবে না। প্রয়োজনে শোকজ করার কথাও বলেছেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা।

জানা গিয়েছে– যাঁরা ইস্তফা দেবেন– তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট চ্যানেল মারফত সেই ইস্তফাপত্র জমা করতে হবে। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ বা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা ডিরেক্টরের কাছে প্রথমে জমা করতে হবে। সেটি পাওয়ার পর– সংশ্লিষ্ট প্রিন্সিপাল বা ডিরেক্টর তা খতিয়ে দেখবেন।

সরকারি নিয়ম মেনে ইস্তফা দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। নিয়মের কোনওরকম হেরফের হলেই প্রিন্সিপাল বা ডিরেক্টররা সংশ্লিষ্টদের শোকজ করবেন। সরকার বারবার সতর্ক করলেও রাজ্যে এমন প্রবণতা তৈরি হচ্ছে বলে মনে করছে চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলফ সার্ভিস ডক্টরস্। সরকার সবদিক খতিয়ে দেখে সমস্যা সমাধান করুক দাবি সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মানস কুমার গুমটার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যখন-তখন ইস্তফাপত্র দিচ্ছেন চিকিৎসকরা, শোকজের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক­ : সরকারি চিকিৎসক বা মেডিক্যাল কলেজের শিক্ষকরা যখন-তখন চাকরি থেকে ইস্তফাপত্র জমা দিচ্ছেন। শুধু তাই নয়– কাজেও গাফিলতি করছেন। তাই এবার থেকে এমনটা করতে দেওয়া হবে না। সরকারি নিয়ম মেনেই চাকরি থেকে ইস্তফা দিতে হবে। না হলে করা হবে শোকজ। এমনই হুঁশিয়ারি দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

চিকিৎসা পরিষেবা বা পঠনপাঠনে যাতে সমস্যা আর না হয়– তাই পদ্ধতি মেনে ইস্তফা প্রক্রিয়া নিশ্চিত করতে রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন– ইস্তফা দেওয়ার পরে তা গৃহীত না হওয়া পর্যন্ত কাজে গরহাজির থাকা যাবে না। প্রয়োজনে শোকজ করার কথাও বলেছেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা।

জানা গিয়েছে– যাঁরা ইস্তফা দেবেন– তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট চ্যানেল মারফত সেই ইস্তফাপত্র জমা করতে হবে। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ বা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা ডিরেক্টরের কাছে প্রথমে জমা করতে হবে। সেটি পাওয়ার পর– সংশ্লিষ্ট প্রিন্সিপাল বা ডিরেক্টর তা খতিয়ে দেখবেন।

সরকারি নিয়ম মেনে ইস্তফা দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। নিয়মের কোনওরকম হেরফের হলেই প্রিন্সিপাল বা ডিরেক্টররা সংশ্লিষ্টদের শোকজ করবেন। সরকার বারবার সতর্ক করলেও রাজ্যে এমন প্রবণতা তৈরি হচ্ছে বলে মনে করছে চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলফ সার্ভিস ডক্টরস্। সরকার সবদিক খতিয়ে দেখে সমস্যা সমাধান করুক দাবি সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মানস কুমার গুমটার।