পুবের কলম ওয়েবডেস্ক: ডমিনিকান রিপাবলিকের (Dominican Republic) সমুদ্র সৈকতে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী সুধীক্ষা কনাঙ্কির একটি পোশাক উদ্ধার করা হয়েছে বলে সেখানকার সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে। কনাঙ্কি প্রায় এক সপ্তাহ আগে সেখানে নিখোঁজ হয়। সৈকতে একটি লাউঞ্জ চেয়ারে সাদা নেটের সারং এবং তার পাশে বালিতে ঢাকা একটি জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। তদন্তকারীরা ধারণা করছেন, সুধীক্ষা হয়তো সমুদ্রের জলে নামার আগে নিজের পোশাক ওই লাউঞ্জ চেয়ারে রেখেছিল। তবে, উদ্ধার করা পোশাকে কোনো ধরনের বিকৃতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: North Macedonia নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫৯
সুধীক্ষা কনাঙ্কিকে সর্বশেষ ৬ মার্চ সকালে ডমিনিকান রিপাবলিকের (Dominican Republic) পুন্তা কানার একটি অভিজাত রিসর্টে জোশ রিইবের সাথে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৪:১৫টার দিকে রিইবের সাথে হাত ধরে হাঁটছিল সে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুধীক্ষা ৩ মার্চ থেকে বসন্তকালীন ছুটিতে ক্যারিবিয়ানে বেড়াতে যায়। ঘটনার সময় তাঁর সাথে থাকা জোশ রিইবকে তদন্তকারীরা সন্দেহভাজন হিসেবে বিবেচনা না করলেও তাঁকে ব্যক্তি বিশেষের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।
আরও পড়ুন: Al-Aqsa TV-র উপর ইউএস-ইউ নিষেধাজ্ঞা
প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ধারণা করছে যে, সুধীক্ষা ডমিনিকান রিপাবলিকের (Dominican Republic) সমুদ্রে ডুবে গিয়েছে। তবে তাঁরা অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। এদিকে, সুধীক্ষার পরিবারও অপহরণের আশঙ্কা প্রকাশ করে অনুসন্ধান জোরদার করার দাবি জানিয়েছে। তাঁর বাবা কন্যার অপহরণের সন্দেহ প্রকাশ করেছেন এবং তদন্ত আরো গভীর করার আবেদন জানিয়েছেন। তাঁর পরিবার জানিয়েছে, সুদীক্ষা সব সময় নিজের কাছে ফোন রাখতেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন বন্ধুদের কাছে ফোন এবং টাকার ব্যাগ রেখে যান। সুদীক্ষার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে কোনও সূত্র পাওয়া যায় কি না তার চেষ্টা করছে পুলিশ।
Joshua Riibe, the man who last saw missing University of Pittsburgh student Sudiksha Konanki in Punta Cana, told investigators he tried to save her from the ocean.
Authorities believe Konanki died by drowning and say Riibe is not a suspect. pic.twitter.com/eqt17S1mbC
— ABC News Live (@ABCNewsLive) March 15, 2025