পুবের কলম, ওয়েবডেস্ক: মুলসিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করার শুভেন্দুর বেলাগাম মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। গেরুয়া শিবিরকে সতর্ক করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না।” এরপরই সুর চড়িয়ে মমতা বলেন, “আপনারা ধর্মীয় কার্ড খেলেন। মুসলমানদের আঘাত করতে রোযার মাসকে বেছে নিয়েছে। কিন্তু সবথেকে বড় ধর্ম মানবিকতা। ধর্মের নামে জালিয়াতি করবেন না।” রাজ্যের সংঘ্যালঘুদের আশ্বস্ত করে নিশ্চিন্তে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, ১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। এখানেই না থেমে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাব। বিজেপি সরকারে আসবে। আর ওদের দলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব।’