ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চোখ নিয়ে কী পরামর্শ দেবেন?
ডায়াবেটিস-এর সমস্যা থাকলে রেটিনার সমস্যা হয়। অনেকের ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও রেটিনার সমস্যা দে’া দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে চো’ের সমস্যা কন্ট্রোল করা সম্ভব হবে।
চোখ ভালো রা’তে গেলে কী করতে হবে?
চোখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ ভাল রাখতে হলে খাবারের দিকে নজর দিতে হবে। পাশাপাশি কোনও সমস্যা দেখা দিলে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
বাচ্ছাদের কী কী সমস্যা দেখা দিতে পারে?
বাচ্ছাদের ক্ষেত্রে বলব, অনেক সময় ট্যারা ভাবে শিশুরা দেখতে থাকে। এতে স্কুইন্ট লক্ষনীয়। ট্যারা বংশগত হতে পারে। তবে প্রথমে দেড় থেকে দু বছরের মধ্যে ট্যারা লক্ষ করা গেলে শিশুদের চিকিৎসা করাতে হবে। বাচ্ছাদেরও চোখের সমস্যায় হয়। গ্লুকোমা বাচ্ছাদের হতে পারে। বংশগত কারণেও বাচ্ছাদের সমস্যা হতে পারে।
চোখ নিয়ে কী কী সাবধানতার পরামর্শ দেবেন?
চোখের সমস্যার যেমন চিকিৎসা রয়েছে, তেমনি আগাম সতর্কতা বা সচেতন থাকলে চোখের অনেক সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। ওয়েলডিং-এ যাঁরা কাজ করেন, তাঁদের ক্ষেত্রে বিরাট সাবধানতা অবলম্বন করতে হবে।
রাতকানা সম্পর্কে কিছু বলুন?
রাত কানা থাকলে এর পিছনে বড় রোগ থাকে। এর চিকিৎসা নেই। রাতকানা বংশগত হতে পারে। তাই কারওর যাতে এই রোগ না হয়, তার জন্য চোখ সুস্থ রাখার জন্য ভিটামিন- ‘এ’ যুক্ত শাকসবজি- ফলমূল খেতে হবে।
চালসে সম্পর্কে কিছু বলুন?
৪০ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে চালসে শুরু হয়। তবে এখন বাচ্ছাদেরও চশমা লাগছে। ছোট থেকেই বাচ্ছাদের সূর্যের রোদ দেখানোর ব্যবস্থা করা প্রয়োজন।
চোখের ছোঁয়াচে রোগ সম্পর্কে কী বলবেন?
অ্যাডিনোভাইরাল কনজানটিভাইটিস হয়ে থাকে। এটা ছোয়াচে রোগ। ভিটামিনের অভাবে হয়। তাই ব্যাকটেরিয়া জনিত এই রোগ থেকে রেহাই পেতে সতর্ক থাকতে হবে। অনেক সময় চোখ লাল হয়ে যায়। সিজেনাল কনজানটিভাইটিজ-এর কারণও হতে পারে।
ইদানিং চোখ অপারেশনে কী ধরণের প্রযুক্তি ও চিকিৎসা ব্যবহার হয়ে থাকে?
চোখের চিকিৎসার জন্য ইদানিং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। চোখে অপারেশন করে দ্রুত যাতে কাজে ফিরতে পারে, তাব জন্য নতুন নতুন গবেষণা হচ্ছে।
চোখের আভ্যন্তরীণ গঠন নিয়ে কিছু বলুন।
কর্ণিয়ার মতো আয়না। এই আয়না দুনিয়ার কেউ তৈরি করতে পারবে না। চোখের লেন্স এমনভাবে তৈরি, কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রেটিনায় রয়েছে ১০ টি লেয়ার। ১০০ মিলিয়ন কোন রয়েছে। ৬ লক্ষ মিলিয়ন রড রয়েছে। আর চোখের ইমেজ তৈরি করে ব্রেন। মানুষের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে চোখ আল্লাহ’র অদ্ভুদ সৃষ্টি। তার তুলনা হয় না।