নয়াদিল্লি, ৮ মার্চ: প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। চলতি বছরও ব্যতিক্রম হল না। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ওঁরা স্মরণ করেছেন মহিলাদের সাফল্য এবং অবদানকে।
এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘মহিলাদের অধিকার রক্ষা, ক্ষমতায়নের লক্ষ্যে আগামীদিনে আরও উদ্যোগ নেওয়া হবে। আমাদের বোন ও কন্যারা এগিয়ে চলেছেন, ওঁদের যাত্রাপথে সহযোগী হব আমরা। নানা ক্ষেত্রে ওঁদের কেউ পিছনে পড়ে থাকবেন না। আমরা একত্রে লিঙ্গবৈষম্যহীন এমন দুনিয়া গড়তে চাই, যাতে মহিলা এবং বালিকারা ভয়হীন হয়ে নিজেদের স্বপ্নপূরণ করতে পারে’।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক উন্নয়নে নারীশক্তির অবদানকে স্মরণ করেছেন। মোদি বলেছেন, ‘এনডিএ সরকার মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে নানা প্রকল্প বাস্তবায়িত করে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘শতকের পর শতক ধরে নারীশক্তি মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। বর্তমানে ভারতে মোদিজির উদ্যোগে নারীর নেতৃত্বে উন্নয়নের কাজ চলছে। আন্তর্জাতিক নারী দিবসে উষ্ণ অভিনন্দন জানাই’।
এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘মহিলারা আমাদের সমাজের মেরুদণ্ড। মহিলাদের শক্তিই দেশের ভবিষ্যৎ গঠন করবে। আমি নারীর সঙ্গে আছি, যতদিন পর্যন্ত না ওঁদের এগিয়ে চলার পথের বাধা অপসারিত না হয়’।