সেখ জামাল, ডেবরা: সাতসকালে অনেকে জাতীয় সড়কের পাশে ডেবরা বাজারে নিত্যদিনের মতো চায়ের দোকানে হাজির হয়েছিলেন। কেউ কেউ বাস থেকে নেমেছেন সবে। এক-দু পা করে চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন। সেখানে চা দোকানের সামনে প্রথমেই যা দেখলেন, তাতে অনেকেই চোখ কচলালেন। ঠিক দেখছেন কিনা। ফুটপাতের দোকানে চা পান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! তাও কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই। কৌতূহলীদের ভিড় ঘিরে ধরল, জানা গেল আসল রহস্য।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ওভার ব্রিজের নীচে এক মহিলা একটি কাঠের বেঞ্চে এসে বসলেন। চোখে চশমা, পরনে গোলাপি পাড়ের শাড়ি। হঠাৎ করেই এক ঝলক দেখে অনেকে চমকে গেলেন। ভেবেছিলেন ডেবরা বাজারে কী রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে দেখছি। তারপরেই ধীরে ধীরে অনেকেই এসে পরিচয় জানতে চাইলেন। জানা গেল, ভদ্রমহিলার নাম গীতা শাসমল, বাড়ি ডেবরার শ্যামসুন্দরপুর এলাকায়। নিজের বাবার বাড়ি যাবেন বলে এসেছেন। এলাকার কয়েকজন জানান, অবিকল রাষ্ট্রপতির মতো দেখতে তিনি। তাঁকে দেখে অনেকেই অবাক হয়েছেন। এক পলকে ওনাকে দেখলে পুরো রাষ্ট্রপতি মনে হবে। খুশি মনে তাই ওনাকে আমরা জল, চা, দই খাওয়ালাম।
গীতা দেবী জানান, ‘আমি তো জানি না আমাকে কেমন দেখতে। আপনারা যা ভাববেন তাই ভাবুন। আমি একজন সাধারণ মহিলা।’ তবে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়তো রাষ্ট্রপতি ব্যাক্তিগত সফরে বেরিয়েছিলেন, পরে অবশ্য ভুল ভাঙে সকলের।