১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যোগী রাজ্যে মাত্র ১৫.০৯ গ্রামীণ বাড়িতে পানীয় জলের কল, অভিষেকের প্রশ্নে ডাবল ইঞ্জিন সরকারের পর্দা ফাঁস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
  • / 6

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ডাবল ইঞ্জিন সরকারের গুণকীর্তন প্রায়ই শোনা যায় মোদি- শাহ দের মুখে। কিন্তু উত্তরপ্রদেশে প্রকাশ্যে এল সেই ডাবল ইঞ্জিন সরকারের কঙ্কালসার চেহারা। যোগী রাজ্যে মাত্র
১৫.০৯ % গ্রামীণ এলাকার বাড়িতে পৌছেছে পানীয় জলের কল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। জলজীবন মিশনের অন্তর্ভুক্ত এই গ্রামীণ বাড়িতে পানীয় জলের কল পৌঁছে দেওয়ার এই প্রকল্পে দেশে সবচেয়ে পিছনে উত্তরপ্রদেশ।

আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরাও নগর হাভেলির, পুদুচেরীর মত তেলেঙ্গানা,গোয়া সহ একাধিক রাজ্যের প্রায় ১০০% গ্রামে পৌঁছে গিয়েছে জলের কল।

পঞ্জাবেও মাত্র ৩০০০ বাড়িতে জলের কল লাগালেই তা ছুঁয়ে ফেলবে ১০০% লক্ষমাত্রা। গুজরাত, হিমাচল প্রদেশের মত রাজ্যও এই লক্ষ্যপূরণের খুব কাছে। ব্যতিক্রম যোগী রাজ্য উত্তর প্রদেশ। সেখানে মাত্র ২ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজারের মধ্যে মাত্র ৩৯ লক্ষ ৮৮ হাজার বাড়িতে পৌঁছেছে পানীয় জলের কল।

কেন্দ্র জানিয়েছে দেশের প্রতিটি রাজ্যে গ্রামীণ এলাকার বাড়ি গুলিতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যেই ২০১৯ সালে শুরু হয় জলজীবন মিশন প্রকল্প। গত ৩৫ মাসে জল জীবন মিশন প্রকল্পে জলের লাইন পৌঁছেছে ৬ কোটি ৬৫ লক্ষটি বাড়িতে।

দেশের ১৯ কোটি ১৪ লক্ষ গ্রামীণ বাড়ির মধ্যে প্রায় ৫২ শতাংশ, মোট ৯ কোটি ৮৮ লক্ষ বাড়িতে বর্তমানে রয়েছে পানীয় জলের কল। সেখানে উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও পরিসংখ্যানটা অত্যন্ত লজ্জাদায়ক।গ্রামীণ বাড়ির ১৩ শতাংশ উত্তরপ্রদেশে। জলের কল থাকার নিরিখে যা মাত্র ৪ শতাংশ। অথচ উত্তরপ্রদেশকেই ডাবল ইঞ্জিন সরকারের সর্বোৎকৃষ্ট মডেল হিসেবে তুলে ধরে গেরুয়া শিবির। সেইরাজ্যেই এই অবস্থা।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী রাজ্যে মাত্র ১৫.০৯ গ্রামীণ বাড়িতে পানীয় জলের কল, অভিষেকের প্রশ্নে ডাবল ইঞ্জিন সরকারের পর্দা ফাঁস

আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ডাবল ইঞ্জিন সরকারের গুণকীর্তন প্রায়ই শোনা যায় মোদি- শাহ দের মুখে। কিন্তু উত্তরপ্রদেশে প্রকাশ্যে এল সেই ডাবল ইঞ্জিন সরকারের কঙ্কালসার চেহারা। যোগী রাজ্যে মাত্র
১৫.০৯ % গ্রামীণ এলাকার বাড়িতে পৌছেছে পানীয় জলের কল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। জলজীবন মিশনের অন্তর্ভুক্ত এই গ্রামীণ বাড়িতে পানীয় জলের কল পৌঁছে দেওয়ার এই প্রকল্পে দেশে সবচেয়ে পিছনে উত্তরপ্রদেশ।

আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরাও নগর হাভেলির, পুদুচেরীর মত তেলেঙ্গানা,গোয়া সহ একাধিক রাজ্যের প্রায় ১০০% গ্রামে পৌঁছে গিয়েছে জলের কল।

পঞ্জাবেও মাত্র ৩০০০ বাড়িতে জলের কল লাগালেই তা ছুঁয়ে ফেলবে ১০০% লক্ষমাত্রা। গুজরাত, হিমাচল প্রদেশের মত রাজ্যও এই লক্ষ্যপূরণের খুব কাছে। ব্যতিক্রম যোগী রাজ্য উত্তর প্রদেশ। সেখানে মাত্র ২ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজারের মধ্যে মাত্র ৩৯ লক্ষ ৮৮ হাজার বাড়িতে পৌঁছেছে পানীয় জলের কল।

কেন্দ্র জানিয়েছে দেশের প্রতিটি রাজ্যে গ্রামীণ এলাকার বাড়ি গুলিতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যেই ২০১৯ সালে শুরু হয় জলজীবন মিশন প্রকল্প। গত ৩৫ মাসে জল জীবন মিশন প্রকল্পে জলের লাইন পৌঁছেছে ৬ কোটি ৬৫ লক্ষটি বাড়িতে।

দেশের ১৯ কোটি ১৪ লক্ষ গ্রামীণ বাড়ির মধ্যে প্রায় ৫২ শতাংশ, মোট ৯ কোটি ৮৮ লক্ষ বাড়িতে বর্তমানে রয়েছে পানীয় জলের কল। সেখানে উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও পরিসংখ্যানটা অত্যন্ত লজ্জাদায়ক।গ্রামীণ বাড়ির ১৩ শতাংশ উত্তরপ্রদেশে। জলের কল থাকার নিরিখে যা মাত্র ৪ শতাংশ। অথচ উত্তরপ্রদেশকেই ডাবল ইঞ্জিন সরকারের সর্বোৎকৃষ্ট মডেল হিসেবে তুলে ধরে গেরুয়া শিবির। সেইরাজ্যেই এই অবস্থা।