ক্রিমিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের

- আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক বিস্ফোরণ রুশ অধিকৃত ক্রিমিয়া কেঁপে উঠল। একজন মস্কোপন্থী কর্মকর্তা কিয়েভকে দশটিরও বেশি ড্রোন হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির অধিকাংশ অঞ্চলে বিমান বা ক্ষেপনাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজেই চলেছে।
রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ায় ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। এছাড়া ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে অন্তত তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেভাস্তোপলের মস্কোপন্থী গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, কোনও স্থাপনা বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল ও নিজের সঙ্গে সংযুক্ত করে নেয়।
ক্রিমিয়াতে দফায় দফায় হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভ তাৎক্ষণিকভাবে এ হামলা সম্পর্কে মন্তব্যও করেনি। এদিকে ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে বিমান হামলার সতর্কতা ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে রাষ্ট্রসংঘের পরমাণু প্রধান রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের চারপাশে ‘বিপজ্জনক’ পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন। এদিকে আধাসামরিক বাহিনী ওয়াগনার দলের প্রধান ইউক্রেনের বাখমুতে তাদের সেনাদের সরিয়ে সেখানে চেচেন যোদ্ধাদের মোতায়েন করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।