BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত ভারত-পাক দ্বৈরথ: সিনেমা নয় রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্সে দেখানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ কিশোর মনে রমযানের ভাবনা

শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

দুবাইয়ের ভারতীয় স্কুলগুলি-সহ সমস্ত স্কুলে

দুবাই: দুবাইয়ের সমস্ত বেসরকারি স্কুল, নার্সারি স্কুল এবং ভারতীয় স্কুলগুলিতে আরবি ভাষার পঠন-পাঠন বাধ্যতামূলক করা হচ্ছে। নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ফলে দুবাই প্রবাসী ভারতীয় পরিবারগুলির শিশুদের এবার থেকে বাধ্যতামূলকভাবে আরবি ভাষা শিখতে হবে। স্থানীয় সংস্কূতি এবং ঐতিহ্য সম্পর্কে পরিচিতি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।
সূত্রের খবর, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে নতুন শিক্ষাবর্ষে এই নতুন নিয়ম প্রথম ধাপে চালু করা হচ্ছে। যে সমস্ত পড়ুয়ার বয়স ৪ বছর থেকে ৬ বছর পর্যন্ত ওদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, নতুন যে শিক্ষানীতি চালু করার কথা ঘোষণা করেছে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি সে-সম্পর্কে গাইডলাইন তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের দেশীয় নাগরিক এবং প্রবাসীদের পরিবারগুলির শিশুদের আরবি ভাষা শেখানোর জন্য পৃথক মডেল অনুসরণ করতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষিকাদের পেশাদারি প্রশিক্ষণও দেওয়া হবে। এ ছাড়া অভিভাবকদেরও আরবি ভাষা সম্পর্কে জানতে সহায়তা করা হবে।
দুবাইয়ের এডুকেশন কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সির চিফ এক্সিকিউটিভ অফিসার ফাতমা বেলরেহিফের কথায়, শৈশব থেকে প্রবাসী পরিবারগুলির শিশুরা আরবি ভাষা শিখতে শুরু করলে ধীরে ধীরে সংযুক্ত আরব আরবশাহীর সংস্কূতি সম্পর্কে জানতে পারবে ওরা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder