পারিবারিক অশান্তির জের, মদ্যপ অবস্থায় স্ত্রী, সন্তানদের নলি কেটে খুন করে নিজেও আত্মঘাতী চিকিৎসক

- আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল হরিয়ানার রোহতক। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও দুই সন্তানের গলার নলি কেটে খুন। পরে নিজেও আত্মহত্যা করলেন চিকিৎসক। চিকিৎসকের ভাই দাদার বাড়িতে গিয়ে ঘটনাটি জানতে পারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে খবর , কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁদের খুন করা হয়েছে। স্ত্রী সোনিয়া, ও দুই সন্তান ইউভিকা ও আনছ-এর গলার নলি কেটে খুন করে। ৩৬ বছরের ওই চিকিৎসকের নাম বিনোদ কেশব। আর স্ত্রী সোনিয়া প্রাইভেট স্কুলে রিসেপসনিস্ট পদে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে চিকিৎসকের বাড়িতে তল্লাশি চালাই পুলিশ। তাঁদের চার জনের দেহ উদ্ধার করেন তারা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর। মৃতদেহগুলির পাশ থেকে ইঞ্জেকশন এবং মদের বোতল উদ্ধার হয়েছে।