তাপপ্রবাহের জের, জলের চাহিদা বাড়ছে শহরে
ইমামা খাতুন
- আপডেট :
১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: প্রবল দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। ফলে এপ্রিল শেষ না হতেই জলের চাহিদা বেড়েছে শহর জুড়ে। বিশেষ করে জলের চাহিদা সবচেয়ে বেশি থাকে শহরের হাসপাতালগুলিতে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় জলের যোগান রাখার জন্য হাসপাতালগুলোকে নির্দেশিকা পাঠানো হবে। একইসঙ্গে তৈরি রয়েছে কলকাতা পুরসভাও। তবে এখনই অতিরিক্ত জলের প্রয়োজন নেই বলেই মত পুর কর্তৃপক্ষের। যদিও হাসপাতালগুলির তরফ থেকে অনুরোধ এলে সেই অনুযায়ী জল সাপ্লাই করা হবে জানিয়েছে কলকাতা পুরসভার জল বিভাগ।
কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে। প্রবল দাবদাহের জেরে শহরে স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। গরমের থেকে বাঁচতে অনেকেই এখন দু’তিনবার করে স্নান করেছেন। একইসঙ্গে বেড়েছে পানীয় জলের চাহিদাও। প্রত্যেক বছরই গরমকালটা জুড়ে জলের চাহিদা তুঙ্গে থাকে। সেক্ষত্রে অতিরিক্ত জলের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় জলের গাড়ির মাধ্যমে জল সাপ্লাই দিয়ে থাকে কলকাতা পুরসভা। বিশেষত শহরের যেসমস্ত অঞ্চল গুলিতে এখনো ডিপ টিউবল রয়েছে, সেখানে জল স্তর নেমে যাওয়ার কারণে অনেক সময়ই মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। সেখানেও জলের গাড়ি পাঠিয়ে অবস্থা সামাল দেওয়া কাজ চলে। তবে জল বিভাগের এক কর্তা জানান, এখনো পর্যন্ত জল নিয়ে বড়োসড়ো কোন অভিযোগ শহরবাসীর কাছ থেকে কলকাতা পুরসভায় আসেনি। সব জায়গা থেকেই সাপ্লাই স্বাভাবিক রাখা হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় প্রায় ১৮ হাজার স্ট্যান্ডপোস্ট আছে। প্রতিদিন নাগরিকদের জন্য প্রায় ৪৫০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয় সেগুলির মাধ্যমে। যা কলকাতাবাসীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। কিন্তু তারপরেও গরম পড়তেই শহরের বিভিন্ন জায়গায় জলের সমস্যা অভিযোগ আসে। পুরসভার আধিকারিকদের কথায়, এর অন্যতম কারণ জল অপচয়।