১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভুল চিকিৎসার জের, বিকল শিশু কন্যার দুটো কিডনিই, চিকিৎসার খরচ জোগাতে সর্বস্বান্ত পরিবার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 5

 

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:ভুল চিকিৎসায় শিশু কন্যার দুটো কিডনিই খারাপ হওয়ায় চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত পরিবার।

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি এলাকার  ঘটনা। ৪৪ বছরের রাজু মন্ডল পেশায় ভ্যানচালক, স্ত্রী চল্লিশ বছরের তাজমিরা বিবি গৃহবধূ। তাদে দুই কন্যা সন্তান। বড় কন্যা ১৯ বছরের সাবিনা খাতুন হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ছোট কন্যা ছয় বছরের রোকিয়া খাতুন জন্মানোর এক বছর পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাও করার পর আরো অসুস্থ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা হওয়ার কারণে ওই শিশু কন্যা রোকেয়া খাতুনের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এবং ভিক্ষাবৃত্তি করে সাত থেকে আট লক্ষ টাকা ব্যয় করে তার চিকিৎসা করানোর চেষ্টা করেছেন। আর চিকিৎসা করাতে করাতে সর্বস্বান্ত হয়ে গেছে তারা। তাই কিডনি যদি পরিবর্তন না করা হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। পরিবারের কাতর আবেদন, রাজ্যে সরকার কিংবা মানবিক কোন ব্যক্তি যদি এগিয়ে আসুক তাদের সন্তানকে বাঁচাতে। স্থানীয় সূত্রে জানা যায় ৪৪ বছরের রাজু মন্ডল তিনি ভ্যান চালিয়ে দিন গুজরান করেন। ইতিমধ্যে বিভিন্ন সমস্যার কারণে প্রায় দুবার টিবি আক্রান্ত হয়েছেন রাজু। তারপরেও নিজের কন্যা সন্তানকে বাঁচাতে আজও ভ‍্যান নিয়ে পথে বেরিয়ে পড়েন অসহায় বাবা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুল চিকিৎসার জের, বিকল শিশু কন্যার দুটো কিডনিই, চিকিৎসার খরচ জোগাতে সর্বস্বান্ত পরিবার

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:ভুল চিকিৎসায় শিশু কন্যার দুটো কিডনিই খারাপ হওয়ায় চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত পরিবার।

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি এলাকার  ঘটনা। ৪৪ বছরের রাজু মন্ডল পেশায় ভ্যানচালক, স্ত্রী চল্লিশ বছরের তাজমিরা বিবি গৃহবধূ। তাদে দুই কন্যা সন্তান। বড় কন্যা ১৯ বছরের সাবিনা খাতুন হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ছোট কন্যা ছয় বছরের রোকিয়া খাতুন জন্মানোর এক বছর পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাও করার পর আরো অসুস্থ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা হওয়ার কারণে ওই শিশু কন্যা রোকেয়া খাতুনের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এবং ভিক্ষাবৃত্তি করে সাত থেকে আট লক্ষ টাকা ব্যয় করে তার চিকিৎসা করানোর চেষ্টা করেছেন। আর চিকিৎসা করাতে করাতে সর্বস্বান্ত হয়ে গেছে তারা। তাই কিডনি যদি পরিবর্তন না করা হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। পরিবারের কাতর আবেদন, রাজ্যে সরকার কিংবা মানবিক কোন ব্যক্তি যদি এগিয়ে আসুক তাদের সন্তানকে বাঁচাতে। স্থানীয় সূত্রে জানা যায় ৪৪ বছরের রাজু মন্ডল তিনি ভ্যান চালিয়ে দিন গুজরান করেন। ইতিমধ্যে বিভিন্ন সমস্যার কারণে প্রায় দুবার টিবি আক্রান্ত হয়েছেন রাজু। তারপরেও নিজের কন্যা সন্তানকে বাঁচাতে আজও ভ‍্যান নিয়ে পথে বেরিয়ে পড়েন অসহায় বাবা।