পরীক্ষা চলাকালীন বচসা, শিক্ষককে এলোপাথাড়ি ছুরির আঘাত পড়ুয়ার

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: পরীক্ষা চলাকালীন ছাত্রের সঙ্গে বচসা। শিক্ষককে এলোপাথাড়ি ছুরির আঘাত পড়ুয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির একটি সরকারি স্কুলে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিল্লির একটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের উপর ছুরির হামলা চালায় এক নাবালক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিক্ষকটি। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়। সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষককে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যেই, অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ আধিকারিক জানিয়েছে, মধ্য দিল্লির ইন্দ্রপুরী এলাকার একটি সরকারি স্কুলে ছুরির ঘায়ে জখম হয়েছেন ভূদেব নামে এক শিক্ষক। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পরিদর্শক হিসাবে ওই স্কুলে গিয়েছিলেন তিনি।
অভিযোগ, দুপুর পৌনে ১টা নাগাদ প্র্যাক্টিক্যাল পরীক্ষা চলাকালীন এক ছাত্রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ভূদেব। তর্কাতর্কির চূড়ান্ত রূপ ধারণ করতেই একটি ছুরি নিয়ে ওই পরিদর্শকের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রটি। এর পর তাঁকে বার বার আঘাত করতে থাকে সে। একটা পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এই হামলায় গুরুতর জখম হয়েছেন ভূদেব। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছুরির ঘায়ে জখম হলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এই হামলায় আরও দু’জন পড়ুয়া জড়িত বলে সন্দেহ পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।