২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অপারেশন চলাকালীন ভূমিকম্প জম্মু-কাশ্মীরে, চলে গেল বিদ্যুৎ! তারপরেও অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা

ইমামা খাতুন
- আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: ছুরি, কাঁচি বাকি সব সরঞ্জাম নিয়ে ডাক্তার-নার্স সবাই প্রস্তুত ছিলেন। চলছিল মহিলার জরুরি ভিত্তিতে অপারেশন। চলছিল নব প্রজন্মকে পৃথিবীতে আনার লড়াই। তার মাঝেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভূস্বর্গ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬। প্রায় ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল সেই কম্পন।
ভূমিকম্পের জেরে কেঁপে উঠে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার এসডিএইচ বীজবেহারা হাসপাতালের সিজারিয়ান সেকশনের যাবতীয় যন্ত্রাংশ। তারপরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। অস্ত্রোপচার তখন মাঝপথে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার উপলব্ধি করতে পেরে উপস্থিত সকল চিকিৎসক সমস্বরে চিৎকার করতে থাকে ‘আল্লাহ’কে ডাকুন! আল্লাহ’কে ডাকুন’। এক দিকে ভূকম্পন, অন্য দিকে বিদ্যুৎবিভ্রাট-এই দুই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। পুরোঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
Emergency LSCS was going-on at SDH Bijbehara Anantnag during which strong tremors of Earthquake were felt.
Kudos to staff of SDH Bijbehara who conducted the LSCS smoothly & Thank God,everything is Alright.@HealthMedicalE1 @iasbhupinder @DCAnantnag @basharatias_dr @DHSKashmir pic.twitter.com/Pdtt8IHRnh— CMO Anantnag Official (@cmo_anantnag) March 21, 2023