১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

সুস্মিতা
- আপডেট : ৪ অগাস্ট ২০২৩, শুক্রবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! সে বিষয়ে জানার আগ্রহ সবার। এবার মহাকাশ প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো নাসা। নেট ফ্লিক্সের মতো নিজস্ব স্ট্রিমিং পরিষেবা নিয়ে আসছে মহাকাশ গবেষণা সংস্থাটি। এর ফলে মহাকাশের ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পাবেন মহাকাশ প্রেমীরা। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এই প্ল্যাটফর্মটি এই মুহূর্তে বিটা ভার্সনে রয়েছে। দ্রুত সবার জন্য উন্মুক্ত করা হবে প্ল্যাটফর্মটি। বিনামূল্যেই ব্যবহার করা যাবে এটি। সেই সঙ্গে বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে ভিডিও। এছাড়াও যাঁরা এর কনটেন্ট দেখবেন তাঁরা নিজস্ব ফিডব্যাকও জানাতে পারবেন। সেখানে ব্যবহারকারীদের চাহিদা মতো কনটেন্টও নিয়ে আসবে নাসা।