২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে মৃত ৩

ইমামা খাতুন
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 7

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে রবিবার ভূমিকম্পের আঘাতে আরও বহু মানুষ আহত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ও ৬১ কিমি গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মরোবির প্রাদেশিক দুর্যোগ বিষয়ক পরিচালক চার্লে মাসাঞ্জে বলেন, স্বর্ণের খনি হিসেবে পরিচিত ওয়াউ শহরে ভূমিকম্পের সময় হওয়া ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অবকাঠামো ভেঙে পড়ায় আরও বহু মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র, বাড়ি-ঘর, রাস্তা, হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির মধ্যাঞ্চলে ১২৫ জন নিহত হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে মৃত ৩

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে রবিবার ভূমিকম্পের আঘাতে আরও বহু মানুষ আহত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ও ৬১ কিমি গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মরোবির প্রাদেশিক দুর্যোগ বিষয়ক পরিচালক চার্লে মাসাঞ্জে বলেন, স্বর্ণের খনি হিসেবে পরিচিত ওয়াউ শহরে ভূমিকম্পের সময় হওয়া ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অবকাঠামো ভেঙে পড়ায় আরও বহু মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র, বাড়ি-ঘর, রাস্তা, হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির মধ্যাঞ্চলে ১২৫ জন নিহত হয়।